ঈভটিজিং নিয়ে নতুন করে কিছু বলার নেই। এখন সময় একটা আন্দোলনের। সেই আন্দোলন শুরু হয়ে গেছে। কিন্তু আমরা কি সেই আন্দোলনকে শুধু অন্তর্জালে আমাদের লেখনীর মধ্যে সীমাবদ্ধ রাখবো?
না। আমরা চাইলে আরো বড় পরিসরে কাজ করতে পারি।
কি করবো/ কি করতে চাইছিঃ
আমরা একটা ঈভটিজিং বিরোধী পোস্টার করার উদ্যোগ নিয়েছি। পোস্টারটি আমরা আমাদের নিজস্ব অর্থায়নে ও স্বেচ্ছাসেবী ব্লগারদের মাধ্যমে আপাতত রাজধানী ঢাকার বিভিন্ন স্পটে প্রকাশ করবো।
বিস্তারিত দেখতে Click This Link
এটা কি সম্ভবঃ
হ্যা, সম্ভব।
আমাদের হাতে একটা অলরেডি ডিজাইন করা পোস্টার রয়েছে। আমাদের পোস্টার প্রকাশের জন্য ফান্ড প্রয়োজন। এই অর্থ দিতে হবে আমাদের পকেট থেকে। মোট একশজন ব্লগারও যদি তার সাধ্য ও সামর্থ অনুযায়ী কন্ট্রিবিউট করেন তবে আমরা নিজেরা কি হাজার দশেক পোস্টার বানাতে পারবোনা?
এতে কি ঈভটিজিং বন্ধ হবেঃ
না, অনেক বড় সামাজিক আন্দোলনে এটা হবে আমাদের অংশগ্রহন। এই পোস্টার থেকে যদি একজন ব্যক্তিও নিজেকে শুধরে নেয় তবে তাই হবে আমাদের প্রাপ্তি। কারন সেই ব্যক্তি যে কোন এক স্কুলগামী বালিকা বা কোন এক সাধারণ বধু বা কোন অফিসগামী রমনী বা কোন মায়ের অথবা কোন স্কুল শিক্ষকের মৃত্যুর কারণ হতনা তার নিশ্চয়তা কি?
আমি ব্যক্তিগত ভাবে সামহোয়ারইন কতৃপক্ষকে অনুরোধ করবো বিষয়টিতে অ্যাকটিভ পার্টিসিপেশনের জন্য। যদি কেউ কোন স্পন্সর যোগার করতে পারেন তবে আরো বড় পরিসরে আন্দোলন সামনে এগিয়ে নেয়া সম্ভব।
আসুন একসাথে হাতে হাত রেখে সামাজিক এই দুষ্ট ক্ষতের বিরুদ্ধে রুখে দাঁড়াই।