এটাকে একটি মতামত প্রকাশ ও মতামতের ভিত্তিতে উদ্যোগ গ্রহনের প্রাথমিক ধাপ বলতে পারেন। আমি আপামর ব্লগার ও ব্লগ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।
গতকাল ব্লগে ডানপাশে একটি প্যানেল যোগ করা হয়েছে। এই লিংকে ঈভটিজিং বিষয়ক সব পোস্ট একত্রে দেখার সুযোগ রয়েছে। এটি একটি ভার্চুয়াল উদ্যোগ।
এখান থেকে বের হয়ে এসে আমরা কি পারিনা প্রতিবাদের ভাষাকে আরো বিস্তৃত পরিসরে ছড়িয়ে দিতে? আমাদের পক্ষে কি করা সম্ভব? গতকাল ব্লগার ফিউশন ফাইভের একটা পোস্টে আমরা খুব সুন্দর একটা ইমেজ দেখেছি। সেই ছবিটা নিয়ে একটা পোস্টার প্রকাশ করে আমরা সেটা ছড়িয়ে দিতে পারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, পাড়ায়, মহল্লায়।
এই বিষয়ে প্রথম প্রস্তবনা বা সম্ভব্যতা বা আগ্রহ প্রকাশক বক্তব্য আসে ব্লগার আজাদ আল্-আমীনের পোস্ট -এ ব্লগার কৌশিকের মন্তব্যে।
আমি ফিউশনের সাথে কথা বলেছি তিনি পোস্টার উপযোগী করে হাই রেজুলেশন ডিজাইন করে দিতে রাজি আছেন। এখন কথা হচ্ছে আমরা ব্লগাররা যদি উদ্যোগী হয়ে স্ব-স্ব সামর্থ্য অনুযায়ি কন্ট্রিবিউট করে হাজার দশেক পোস্টার ছাপিয়ে ঢাকায় ছড়িয়ে দিতে পারি তবে আমাদের নিজেদের পক্ষ থেকে একটি প্রতিবাদ জানানো হবে। কতৃপক্ষ বিষয়টিতে কোলাবোরেট করতে পারেন।
তবে সব নির্ভর করবে আমার আপনার আমাদের সবার আগ্রহের উপর।
সবার মতামত চাচ্ছি।