চল মাটির গন্ধ নেয়ার খেলায় মাতি সারাটা নিশুতি জুড়ে ,
ইন্দ্রপুরীর ইন্দু দ্যুতি মাখাবে তোমার কন্ধ !
আবীর রঙে আমিও সাজাবো তোমার উত্তল সিন্দ
ঘন কুয়াশায় সিক্ত আমি মত্যপুরীর নেশা
আশী আজ খুজছে জনি কন্ধ ।
চিকর গন্ধে মত্ত চিত্ত নাশ হওয়ার প্রতীক্ষা
অঙ্গক জুড়ে বহ্নি শিখা বারি তোমার অপেক্ষা ।
বার বার জিতেও আমি হেরে যেতে চাই ওই শিখী শাবক লোচনে !!
কাদম্বিনীর ভেলায় চড়ে অমরালয়ের খোঁজে কামিনীর কায়া সঙ্গে ।
তমসা আমার কাটিলো ;তোমার সেকেলে হাসি বিভা চিত্তে এসে !!