অপেক্ষাদের ধুসর রঙের সাঁঝে চোখের পাতায় বর্ষা বাদলধারা
কালের কোনও রোজনামচাও নেই একঘেয়ে গান ,একই কথার মালা
তিল থেকে তাল,তিল থেকে তন্ডুলে-তোমার ঠোটে কলঙ্কদাগ ,তিল
গান কবিতায় নৃত্য গীতের দোলে,তোমার সঙ্গে সবার কোথায় মিল
আমার কোনও প্রেমিক নেই শুধু ঝাউএর বনে শিস বাজালো কারা
আমার কোনও বন্ধু নেই জানো,একলা মনে কে যেন দেয় সাড়া
আমার কোনও স্বপ্ন নেই তবু স্থবির হওয়ার অপেক্ষাটা বাকি
আমার কোনও কাব্য নেই মন,তোমায় কিছু পত্র লেখা ছাড়া
তেমন কোনও হিসাব নেই তবু সাধ্য সীমা ফুরিয়ে পথে হাঁটা
ভিক্ষাপাত্র লজ্জা ঝেরে মেলে অন্ধকারে মাঠের চোরাকাঁটা
পায়ে পায়ে এগিয়ে যাবার পরে আকাশবাণী জাগায় মরিচিকা
ওষ্ঠাধারে আগুন জ্বালাও প্রিয়,তবুও মন প্রোষিতভর্তৃকা
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৭