রাত্রিময়ী
যদি সে নশ্বর হত! সর্বব্যাপী বিশ্বচরাচরে!
যদি সে শাশ্বত গুণে চরম প্রশান্ত হত চিরনিদ্রাময়!
এসব বাহুল্য হত কিন্তু তবু নিয়তি নির্দেশে--
আকাঙ্ক্ষা জীবনধর্ম ইচ্ছেশক্তি শুধু উড়ে যায়
ডানাও থাকুক দেহে অগ্রপ্রান্ত ছেঁটে রেখে দেওয়া
শিখে শিখে কথা বল,রাত্রি এলে ঘুমে ঢলে পড়ো
রাত্রির কোলে শুয়ে থাকা,রাত্রির ক্রমে জমে খেদ
অন্নপূর্ণা রাত্রিরানী আঁচলে বিছানো শান্তি ঘুম
কৃতজ্ঞতা প্রাপ্য হলে জানু মুড়ে -ক্ষম বিদ্যেধরী
রাতজাগা পাখি ওড়ে,কোন দেশে ভোর হয়ে যায়
অপারগ পাখা কাঁপে রাত্রিময়ী দেখো না বামাল
শিহরন নামমাত্র,স্বপ্নদোষে স্খলন পতন
সাম্রাজ্য দিয়েছি লিখে বিন্দু ত্রুটি মাপ করে দাও
ঘুমের আড়ালে গেছে চুরি
মহামান্যা দিওনা নজর
অসামান্য রাজপাটে সামান্যের সূচ্যগ্র মেদিনী
রাত্রির কোলে শুয়ে থাকি, রাত্রির দ্রবীভূত খেদ -