বিকেল হেমন্ত সুর যেন চতুস্পার্শ্বে গেছে শোনা
আসক্তিও লুপ্তপ্রায় তবু কেন যায় না বাসনা
এই মোহ আকর্ষক প্রেম দ্বন্দ্ব পূর্ণতা চেতনা
বাহ্যরূপ? ছেড়ে দিলে নশ্বরের দেহ অন্যমনা!
বাসা না কুলায় ফেরা,আহ্নিকের স্বাভাবিক বেগে
উড়ু উড়ু করে পাখা মধ্যরাতে অন্তরালে জেগে
আত্মা যাদি পাখা মেলে দেশ কাল পার হয় সব
কী হবে মৃত্যুর পাখা ? কতবার মরণ সম্ভব ?
উড়ে যাও ইচ্ছে পাখি সাতটি সাগর তেরো নদী
নেমে এসে দেখে যেও কারো চোখে জল পড়ে যদি
সেই বিন্দু মূল্যবান একটি ধানের শিষে ধরে
অনাসক্তি অলৌকিক। বিশ্বরূপ বাসনা অন্তরে।