"আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।"
আজ আমার দিন ,আমদের দিন, আজ সমগ্র বাঙালি জাতির দিন ,সমস্ত বিশ্বের কাছে মাথা উচুঁ করে দাড়াবার দিন। কেননা আমরাই সেই জাতি যারা প্রথমেই যুদ্ধ করেছি আমাদের ভাষার জন্য । তার পর যুদ্ধ করেছি মৌলিক অধিকারের(খাদ্য,বস্ত্র,বাসস্থান)জন্য। বিশ্বে আর এমন একটা জাতিও নেই যারা ভাষার জন্য যুদ্ধ করেছে।আমরাই সেই জাতি য়ারা নিজেদের বাঙালি বলতে গর্বিত বোধ করি। আজ(২১শে ফেব্রুয়ারি) আমরা এই গৌরব অর্জন করেছি যাদের জন্য,সে সকল ভাষা শহীদদের প্রতি আমার রইল শত শত সালাম।
অমর একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সুন্দর ও সফল দেশ গড়ার লক্ষ্যে, আসুন আমরা অঙ্গিকারে আবদ্ধ হই।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:১৩