আজকাল ভালোবাসার যা অবস্থা, তাতে মনে হচ্ছে নিশ্চিত এ(ভালোবাসা)
যেন কোন পন্য যা দোকানে দোকনে পাওয়া যায়। তা না-হলে ভালোবাসার এই আবেগ শুধু ১৪ই ফেব্রুয়ারীতে কেন প্রকাশ হবে ? ভাব খানা এমন যেন কোন মেয়েকে ,কোন দোকান থেকে একটা গ্রিটিংকার্ড বা ফুল দিলেই ভালোবাসা হয়ে যায় । এ যেন দায়সারা ভালোবাসা।
প্রেম-ভালোবাসা বিষয়টি অনেকটাই চেতনাগত ব্যাপার।চোখের দেখা সহায়ক ভুমিকা পালন করে। সেখান থেকেই আবেগ , তারপর প্রেম।এটা দিন ক্ষন দেখে আসে না বা হয় না। ।
গ্রিটিংকার্ড বা ফুল দিলেই কি ভালোবাসা হয়? কিংবা ১৪ই ফেব্রুয়ারি(ভ্যালেন্টাইন ডে) ঘটা করে পালন করলেই কি ভালোবাসার প্রকাশ ঘটে?
যদি এমনটা হত তাহলে ভালোবাসার মূল্য নির্ধারন করা সম্ভব হত।
ভ্যালেন্টাইন আসলে কি ? আগে সেটা জানতে হবে----------------------------
"ভ্যালেন্টাইন ছিলেন রাজা ক্লডিয়াসের একজন যাযক। ক্লডিয়াসের ধারনা ছিল --ভালোবাসা/বিবাহ বন্ধনে আবদ্ধ হলে সৈনিকরা দুর্বল হয়ে যাবে। ভ্যালেন্টাইন এর বিরোধিতা করায়-২৭০ খৃষ্টপূর্বাব্দে রাজা
ক্লডিয়াস তার মৃত্যু দন্ড দেন।"-------------আর ভালোবাসার জন্য জীবন দেওয়ায় তার নামানুসারে-ই ভ্যালেন্টাইন ডে পালন করা হয়।
আর এই" ভ্যালেন্টাইন-ডে"পালনের উদ্দেশ্য হল তার(ভ্যালেন্টাইন) ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানানো এবং ভালোবাসাকে গভীরভাবে অনুভব করার জন্য। আর এভাবেই যেন প্রত্যেকের জী্বন ভালোবাসায় ভরে ওঠে। -------------------প্রকৃত ভালোবাসাই , ভালোবাসার যোগানদাতা যা, অফুরন্ত এবং অনবদ্য। কোন নির্দিষ্ট গন্ডিতে আবদ্ধ নয়। নয় কোন নির্দিষ্ট সময়ে।
ভালোবাসার কয়েকটি সঙ্গা ঃ
"ভালোবাসলে-ই শুধু হবে না,
ভালোবাসায় সিক্ত হতে হবে।"
----------------------------জয়।
" নিঃস্বার্থ ভালোবাসা-ই
নিবেদিত প্রানের উৎস।"
---------------------------জয়।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:১৯