আমি আওমীলীগকে সরকারে দেখতে চাই কারন তারা তুলনামূলকভাবে ভাল দেশ চালায়। অন্য কোন দল যদি দেশ ভাল চালাত তাহলে আমি সেই দলকেও সরকারে থাকতে আপত্তি করি না বা সরকারে দেখতে চাই। কিন্তু বাংলাদেশে আপাতত সেই রকম কোন দল নাই। সামনে যদি কোন দল বা ব্যক্তি বা সামরিক সরকার আর ভাল কিছু উপহার দেয়ার মানসিকতা নিয়ে ক্ষমতায় আসে তাহলে আমি তাকে বা তাদের সাপোট দিব। আমি এই মূহুতে আওয়াম লীগকে সাপোট করি তার মানে এই নয় যে আমি আওয়ামীলিগের ভক্ত বা কমী। আমি দেশকে ভালবাসি, দেশের উন্নয়ন দেখতে চাই এবং যারা দেশের জন্য কাজ করে তাদের সাপোট দিয়ে যাব। কিছু মানুশ দল সাপোট করে কারন দল ক্ষমতায় আসলে তারা উপকৃত হবে বা কোন না কোনভাবে তারা বেনিফিশিয়ারী। বাংলাদেশে রাজনৈতিক দলগুলো হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানীর মত এক একটা কোম্পানী। ইস্ট ইন্ডিয়া কোম্পানীর যেরকম বেতনভুক্ত সিপাহী, অধীনস্ত কমচারী, কমকতা, আজ্ঞাবহ জমিদার থাকত এবং কোম্পনীর কথামত চলত ঠিক সেইভাবে আমাদের দেশের দলগুলোর কমীবাহিনী, beneficiary বা would be beneficiary রা সেইভাবে কাজ করে। এখানে beneficiary বলতে তাদেরকেই বুঝাচ্ছি , যারা কোন দল ক্ষমতায় আসলে ঐ দল সাপোট করার কারনে সুযোগ সুবিধা ভোগ করে। কিন্তু জনগনের বা দেশের স্বাথ কেউ দেখে না। সবাই নিজ স্বাথ নিয়ে ব্যস্ত থাক। সাধারণ অথে দেশের সব জনগন বেনিফিশিয়ারী হবে যখন কোন দল নিঃস্বাথভাবে দল মত নিবিশেষে সবার উন্নয়নে মনোযোগ দিবে, দেশের সামগ্রিক উন্নতিতে অবদান রাখবে। কিন্তু সেই অথে বাংলাদেশে কোন দল এই পযন্ত জম্মায় নাই বা জম্মালেও কলুশিত হয়ে গেছে। কিন্তু তারপরেও মন্দের ভালকে ভোট দিয়ে যেতে হবে যতক্ষন না ভাল কেউ আসতেছে।
আমরা সাধারণ জনগন যাদের মধ্য আছে খেটে খাওয়া মানুষ, চাকরীজীবি, ছাত্র, ব্যবসায়ী তারা এই দুই দলের একগুয়েমি, মাস্তানি, ক্ষমতা ধরে রাখার অপচেষ্টা, অহংকার আর নোংরা রাজনীতির বেড়াজালে আবদ্ধ। তার উপর আরও ভয়ংকর হচ্ছে ইসলাম নামধারী রাজনৈতিক দলগুলোর ধম নিয়ে খেলা। ধমান্ধ মানুশের ধমানুভুতি কাজে লাগিয়ে, ধমের সুড়সুড়ি দিয়ে দেশে অরাজকতা তৈরী করে দেশকে পাকিস্তান বা আফগানিস্তানের মত অকাযকর রাষ্ট্র পরিণত করার পায়তারা মোটেও শুভ নয়।
আমি তাকে সমথন দিবে যে আমাকে উন্নত রাষ্ট্র উপহার দিতে পারবে। আমি চাই হাই স্পীড ইন্টারনেট, উন্নত রাস্তাঘাট, ফুল টাইম বিদ্যুৎ, সন্ত্রাসমুক্ত পরিবেশ। একজন সাধারন জনগন হিসাবে আমার আর কিছু নিয়ে আপাতত মাথাব্যাথার দরকার নেই।