ফাঁসিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া খুনী মাজেদের ভারতীয় পাসপোর্ট এর কপি।
প্রশ্নটি আমার মনে এসেছে সাম্প্রতিক একটি আলোড়ন সৃষ্টিকারী ঘটনার পরে ।
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের অন্যতম খুনী মাজেদ চলতি মাসে বলতে গেলে অনেকটা স্বেচ্ছায় এসে ধরা দিয়েছে পুলিশের কাছে।
যেহেতু আপিল ও রিভিউ করার সুযোগ নেই তাই আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তার ফাঁসির রায় ও কার্যকর হয়ে গেছে।
এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে কি কোন বর্ডার গার্ড নেই ? অথবা ভারতের দিকে কি কোন বিএসএফ নেই ? একজন খুনী কিভাবে তাদের চোখে ধুলা দিয়ে এক দেশ থেকে আরেক দেশে অবলীলাক্রমে ঢুকে পরল? সব চেয়ে আশ্চর্যের বিষয় এই যে, কোন দেশের গোয়েন্দারাই ব্যাপারটা জানতে পারল না। বিশেষ করে ভারতীয় বাঘা বাঘা গোয়েন্দারা কি করল ? অন্য একটি দেশের রাষ্ট্রপতিকে খুন করেছে যে লোক মৃত্যুদণ্ডের রায় নিয়ে ভারতের একটি শহরে গিয়ে বসবাস করেছে ।
পত্রিকান্তরে প্রকাশ , সে নাকি ভারতে প্রায় ২০ বছরেরও বেশি সময় বসবাস করেছিল। সে নাকি ভারতের পাসপোর্ট ও পেয়েছিল।
এটা কি করে সম্ভব? ভারতে ও কি তাহলে টাকার বিনিময়ে পাসপোর্ট বিক্রি হয়?
বাংলাদেশে কম করে হলেও তিনটা গোয়েন্দা সংস্থা আছে। ভারতেও তো এ রকম একাধিক গোয়েন্দা সংস্থা থাকাই স্বাভাবিক । তাদের কাজটি আসলে কি? কেবলই কি ঘুমানো ? না অন্য কোন কাজ আছে তাদের? প্রায় দুই যুগ অন্য দেশের রাষ্ট্রপতিকে হত্যাকারী খুনী তাদের দেশে গিয়ে বসবাস করলেও তারা কিছুই টের পেল না!
বঙ্গবন্ধুর খুনির পুরো বিষয়টা নিয়ে ভারতের বর্তমান পত্রিকায় যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেটা পড়ে আমার তাই মনে হয়েছে।
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৫১