সাধারণ মানুষের জন্য খুবই খারাপ খবর । অন্তত আমার জন্য অবশ্যই এটা একটা খারাপ খবর।
ব্যাংকে মানুষ টাকা রাখে নিরাপত্তার জন্য । সামান্য কিছু লাভের আশা ও থাকে।
আমরা অনেকেই জানি, ব্যাংক থেকে সাধারণ মানুষের টাকা ঋণ আকারে তুলে নিয়ে যায় সমাজের বড় বড় রাঘববোয়ালরা । তারা সেই টাকা আর ফেরত দেয় না । ফলে ব্যাংকে জলে লালবাতি।
শুনতে পেলাম, এখন এটাকে আবার বৈধ করে আইন করা হচ্ছে। আপনি ব্যাংকে ১০ লাখ টাকা রাখলেও রাঘববোয়ালরা যখন ঋণ খেলাপি হয়ে ব্যাংকে লাল বাতি জ্বালিয়ে দিবে তখন আপনি ব্যাংকে ১০ লাখ টাকা জমা রাখলে ও ফেরত পাবেন মাত্র এক লাখ। বাকি ৯ লাখ আক্কেল সেলামি হিসেবে রাঘব-বোয়ালেরা খেয়ে নিবে ।
সাধারণ মানুষ এটাকে নিয়ে কি ভাবছেন এ বিষয়ে ব্লগার রাজীব নূর একটা পোস্ট দিতেই পারেন।
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:০৬