ঢাকার আগারগাঁও পাসপোর্ট অফিসের কেরানী পদে চাকরি করেন এক লোক। তার বাড়ি সম্ভবত যমুনার ওই পাড়ে। অফিসে আসেন টয়োটা প্রিমিও গাড়ী চালিয়ে। শপিং করেন গাড়ী চালিয়ে। নিজের গাড়ী। ভাড়া করা কোন গাড়ী নয়।
এক জন কেরানী কত টাকা বেতন পান? ২০/২৫ হাজার টাকার বেশী তো মনে হয় না। এই টাকায় তো তার সংসার চালাতে হিমশিম খাওয়ার কথা। তা তো হচ্ছে না। তবে কি তাদের টাকার গাছ আছে?
ঢাকাই নয় দেশের অনেক অফিসেই টাকার গাছ আছে। সেই গাছ থেকে টাকা পেরে আনতে শিখতে হয়।
যে সব অফিসে টাকার গাছ আছে তার কয়েকটির নাম আমার জানা আছে-
১। পাসপোর্ট অফিস
২। ভূমি অফিস
৩। গণপুর্ত অফিস
৪। সাবরেজিস্ট্রি অফিস
৫। শিক্ষা ভবন
৬। স্থানীয় সরকার মন্ত্রণালয়/অধিদপ্তর
৭। এজি অফিস
৮। স্বাস্থ্য অধিদপ্তর
৯। বিআরটি
১০। পুলিশ অফিস
--- আরো আছে । এই মুহূর্তে মনে আসছে না।
আপনি যদি টাকার পারতে চান তাহলে এই সব অফিসের যেটা আপনার ভালো লাগে তার কোন একটায় যে কোন একটা পদে ঢুকে পড়ুন। আবজাল- রুবিনা স্বাস্থ্য অধিদপ্তরে কেরানী পদে অস্থায়ীভাবে ঢুকে ১৫ হাজার কোটি টাকা স্থায়ীভাবে কামিয়ে নিয়েছে।
বেকার ভাইয়েরা একটু ভেবে দেখবেন কি?
টাকা তো কামানো দরকার।
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:২৭