ঠক ঠক ঠক (দড়জায় কড়া নাড়ার আওয়াজ)
মতি- কে ওখানে?
ফুফা- স্যার আমি ব্লগার ফুফা।
মতি- ভিতরে আসো...বসো
ফুফা- স্যার আমাকে নাকি আপনি অনেক খুজাখুজি করছেন।
মতি- হ্যা,
ফুফা- কেন স্যার?
মতি- তোমার সাম্প্রতিক পারফমেন্স নিয়ে আমি চরম হতাশ এবং ক্ষুদ্ধ।
ফুফা- কেন স্যার? আমি আবার কি করলাম?
মতি- কে করেছো জানোনা, এতগুলো রুপি নিয়ে গেলে পোগ্রাম পন্ড করতে....কিন্তু উফফফফফফফফফফ
ফুফা- স্যার আমি সবাত্নক ট্রাই করেছি। কিন্তু সাধারণ ব্লগাররা এবার আমার পাশে ছিলনা। ব্যাড লাক বলতে পারেন।
মতি- কিসের ব্যাড লাক আমার ডিকশনারিতে কোন ব্যাড লাক বলে কিচু নেই।
ফুফা- স্যার আমি দু:খিত।
মতি- তুমি ভাল করে জানো আমার পত্রিকা ইন্ডিয়ান রুপিতে চলে। আর সে ইন্ডিয়ার বিরুদ্ধে রাজধানীর বুকে এতবড় মানববন্ধন হলো। তোমাক বারবার বলেছি একটা কথা, ইন্ডিয়া বাংলাদেশের তরুন শক্তিকে ভয় পায়। তারা এটা পছন্দ করেনা তারা ঐক্যবদ্ধ হোক।
ফুফা- স্যার আমি সভাদাক অনেক ট্রাই করেছিতো।
মতি-ট্রাই করলে এত ছেলে সেখানে গেলো কি করে?
ফুফা- ঐযে বললাম সাধারণ ব্লগাররা এবার আমার পোস্ট গিলে নাই।
মতি- বুঝছি তোমাকে দিয়ে আর চলবেনা।
ফুফা- স্যার প্লিজ আমার চাকরী খাবেন না। ইন্ডিয়ান রুপির সেকি মজা স্যার। প্লিজ স্যার আমাকে ইন্ডিয়ান রুপি থেকে বঞ্চিত করবেননা।
মতি- না আমি খুব প্রেসারে আছি....যাও আমার সামনে থেক...
চোখ মুছতে মুছতে আর ফুফাতে ফুফাতে প্রথমে কালো অফিস থেকে চলে গেলেন ফুফা ভাই আর ওদিকে জঙ্গী হরকাতুল জিহাদের পৃষ্ঠপোষক মতি নতুন ব্লগারের সন্ধানে নেমে পড়েছেন....