আসুন আজ আমরা এই গরম মৌসুমের এবং
আরো বিভিন্ন মৌসুমের কিছু ফলের খোসা থেকে
যে বিপদগুলো ঘটে তা থেকে সতর্ক হওয়ার চেষ্টা করি ।
গরম মৌসুম আসার সাথে সাথে তার সাথে গাছে বনে অবশেষে বাজারে আসছে আম কাঁঠাল জাম তরমুজ বাঙ্গী সহ নানা ধরনের ফলের সমহার ।
আমরা সকলেই এই মৌসুমে ফল নিজ নিজ বাসায় নেয়া ছাড়াও বাহিরে কলেজের মোরে
যে কোন স্থানে যখন সকল বন্ধু বান্ধব একত্রি হই বা আড্ডায় বসি দেখা যায় বাহিরের এসব ফল আমারা কম বেশি কিনে খাই ।
যাই হোক ফল খাওয়াতা কোন সমস্যা নয় ।
মূল সমস্যা হলো আগে রাস্তায় দেখা যেত বা
এখনও মাঝে মাঝে অনেকের মুখেই শোনা যায়
কলার খোসায় পাঁ পিচলে কারো দাঁত নয়ত পাঁ ভেঙ্গেছে ।
একটা বিষয় দেখেন আমরা কলা বা আম ছাড়াও আরো বিভিন্ন ধরনের ফল কিনে যখন রাস্তায় বা পথে ঘাটে সাওয়ার করি তখন সাওয়ার শেষে সেই ফলের শেষ অংশটুক অর্থাৎ খোসাটি যেখানে খুশি সেখানে নিজ ইচ্ছা মতো ফেলে দেই ।এতে যেমন সমাজ ও পরিবেশ নষ্ট বা জীবানু যুক্ত হচ্ছে তেমনি অনেক সময় ঘটছে
নানা ধরনের বিপদ ।
তাই আসুন সমাজের চারদিক যেন আমাদের
আড্ডায় নোংরা না হয় বা কারো বিপদ না ঘটে
সেই দিকে লক্ষ রাখী ।
তাই আমরা যখন ঘরের বাহিরে রাস্তায় ঘাট পথে ও খোলা ময়দানে যখন সাওয়ার করি তখন সেসব ফলের খোসাগুলো রাস্তা বা পথের মধ্যে না ফেলে সেগুলো কোন নিদির্ষ্ট স্থান বা ডার্শবেন্ডে
ফেলি ।তাতে যেমন সমাজ পরিবেশ জীবানু মুক্ত দূরগন্ধ ও ভালো থাকবে তেমন আমরাও অনেক
বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা পাবো ।