আমি জানি আকাশের ও কষ্ট আছে
আকাশের ও ম্লান হওয়া চাই,
বৃষ্টিধারায় রোধন করা তাই,
নীল আকাশ তারপরও নীলিমা ছড়ায়
দানবীয় মেঘ তখন পাখির পালক হয়ে যায়,
অস্তিত্ব হারানো জন্ম যেদিন,
বিলাপ করে ভাসিয়েছিল চোখের নদী,
কখনো টুকরো টুকরো মেঘ হয়েছিল,
ঢেকে দিয়েছিল আকাশের শরীর,
তারপর অসময় গড়িয়ে সময়ের ভোরে
সূর্যকিরণের মিছিলে দেহের স্লোগান
নষ্ট হতে গিয়ে ও ফিরে আসা আত্নায়
নীলিমা ছড়ায় বিশাল আকাশ।।
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০১৬ ভোর ৬:০৬