somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগ লিখেছি: ৯ বছর ১ সপ্তাহ

১০ ই মার্চ, ২০২৪ রাত ২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



নয় বছর- চোখ বন্ধ করে ভাবতে চাইলে একদম যে চোখের পলকেই কেটে গেছে সেটা না। অনেক কিছুই ঘটেছে জীবনে। অনেক কিছুই ঘটবে আরও জীবনে।
যা কিছু ঘটেছে- তার কিছু সুখের, কিছু দুঃখের। এসব কথা ও স্মৃতি নিয়ে কবিতা লিখেছি, কবিতাগুলো ব্লগেও দিয়েছি। মূলত কবিতাই কবির আত্মজীবনী। আমার কবিতাগুলোকে আমার জীবনের টাইমলাইন বলা যায় এক অর্থে। মাঝে মাঝে তাই মনে হয় যেন নিজের আত্মজীবনীই লিখছি যেন কবিতার নামে। যে দিনগুলোতে কিছু লেখা হয় না- অথবা কোনও শব্দ ভাবা হয় না; সেদিন যেন কিছু ঘটেনি আমার জীবনে।

শাব্দিক এই চলার পথে কাছের, দূরের, আপন, পর, অনুজ, অগ্রজ- অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। মানুষের খুব কাছাকাছি এসেছি। আবার খুব দূরেও চলে গিয়েছি আবর্তে। কখনওবা আহ্নিক অথবা বার্ষিক গতিতে ঘুরে ঘুরে চলে গেছি জীবনের বলয় থেকে বাইরে; পার্থিব জীবন থেকে দূরে গিয়ে ভাবতে ইচ্ছে হয়েছে- এই বেঁচে থাকার আসলেই বা আদৌ কি অর্থ!

ফিলোসফিক্যালি ভাবতে গেলে, মানুষের বেঁচে থাকার কোনও কারণ নেই। অথবা কোনও অবলম্বন থাকতে নেই, বা থাকে না। কেননা যাকে ভালোবেসেই, যে জিনিসের প্রতি আগ্রহ দেখিয়েই আমরা সেটাকে নিজেদের বেঁচে থাকার কারণ ভাবতে যাই না কেন-- সে বস্তু/জিনিস/মানুষ থাকবে না বেশিদিন। এটাই পার্থিব জীবনের সমস্যা অথবা নিয়ম। তাই বেঁচে থাকার প্রয়োজনীয়তা বা কারণ খুঁজতে গেলে কিছুই পাবো না জেনে গেছি। আমরা বেঁচে থাকি এই সত্য মেনে নিয়েই যে, বেঁচে থাকার কোনও একটা বা দুইটা মুখ্য কারণ নেই। তবুও জীবন যেহেতু, এটাকে না চাইলেও বয়ে নিয়ে যেতে হবে।
সো কেননা একটু নিজেকে ভালো রেখেই বাঁচি। সে ভালো থাকা, ভালো রাখাও আবার স্থায়ী হয় না।

ভাবতে ভাবতে কখনওবা ভেবেছি নিজের অস্তিত্ব ও অস্তিত্ব সংকটের কথা; মাথায় চলে এসেছে নিহিলিজমের মারাত্মক ও বিধ্বংসী সব চিন্তাভাবনা। একদম নিজেকে অনেক বেশি হারিয়ে, অনেক বেশি নিজেকে আঘাত করে- যখন সমুদ্রের জলে নিজের নিথর দেহ'কে ভাসিয়ে দিয়ে জলের মধ্য দিয়ে নিচে পড়তে পড়তে একদম নিচে গিয়ে তলানিতে ঠেকলাম- বুঝতে পারলাম যে, নিজের অস্তিত্বের যেমন কোনও মুখ্য কারণ নেই; তেমনি কোনও কারণ নেই অস্তিত্বহীনতা নিয়েও এতটা ভাবার। মনে হয়েছে, ক্ষুদ্র একটা জীবন- যাক না কেটে হাওয়ায় অথবা দমবন্ধ অবস্থায়। নিহিলিজমের আসল মানে টা বুঝেছি যে, অস্তিত্বহীনতাকে তীব্র-বেগে আলিঙ্গন করে এই নশ্বর জীবনকে হেলাফেলা করা নয়; বরং এই চরম সত্য নিহিলিজমের সবটা বুঝে কী করে এই নেই নেই জীবনেও একটা মানে খুঁজে দাড় করিয়ে বেঁচে থাকা যায়; এবং উপভোগ্য করা যায়- সেটাই বোধয় নিহিলিজম সূচনার প্রাথমিক ধারণা হওয়ার কথা ছিলো। অনেকটা ঐ কাটা দিয়ে কাটা তোলার মতন যে- অস্তিত্বহীনতা দিয়েই নিজের অস্তিত্বকে খুঁজে পাওয়া।

অতএব জানতে, বুঝতে, আত্মস্থ করতে ও প্রচার করতে শুরু করেছি যে- বেঁচে থাকাটা একটা ভীষণ একঘেয়ে, অপ্রয়োজনীয় ও মিনিংলেস। এই সত্য মেনে নিয়েই কিছু ছোট ছোট মুহূর্তে ভাল থাকার উদ্দেশ্য নিয়েই সবাই বাঁচে। কেউ এটা বুঝে বাঁচে। কেউ না বুঝে বাঁচে। কেউবা খুঁজতে খুঁজতে বাঁচে।

তবে এটা সত্য যে, আপনি যদি বেঁচে থাকার কারণ খুঁজতে চান তবে কোনও কারণ পাবেন না। এই কারণ না পেয়েও কিভাবে বেঁচে থাকা যায়, সেটাই আজীবন মানুষ রপ্ত করে।
Sometimes, the reason for suicide is also the reason for staying alive......

নিজের সুখের কথা ভাবতে গিয়ে দেখতে পেয়েছি যে, There is almost an affordable version of everything.
Just bcz we want happiness so badly, we dont get it...
We see that the thing we are needy of never comes.. Once we get not to want to be happy, It surely will come...

সুখ একটা আদুরে বেড়াল, ডাকাডাকি করলে আসে না। নিজের ইচ্ছায় আসে। And another thing, we live these days, problem to problem.. Not day to day.. ইহা আমাদের সুখ'কে আমাদের কাছাকাছি আসতে দেয় না।

মানুষের ভালোবাসা পেয়ে ও দিয়ে দেখেছি যে, ভালোবাসা ব্যাপারটা আমার স্বভাব। এটা আমার প্যাথলজি। মানুষ ভালোবাসি, ভালোবাসি বলেই আঘাত পাই। কিছু মানুষ আঘাত দেয়, ইচ্ছে করে দেয় না। অনিচ্ছা করেই দেয়। কেউ ভালো মানুষ তার মানে এই নয় যে- তার কোনও আচরণ আপনাকে আঘাত দেবে না। মানুষ মাত্রই মানুষকে আঘাত দেবে। এটা মানুষের ডিএনএ তে আছে বোধয়, মানুষের বায়োলজি। মানুষ টিকে থাকার লড়াইয়ে মানুষকেই আঘাত করে। হাজার বছর আগে ব্যাপারটা ছিলো হাতাহাতির পর্যায়ে, এখন সেটা মানসিক হয়ে গেছে।

যাইহোক- নিজের ব্যাপক কথাবার্তা বাদ দিয়ে ৯ বছরের ব্লগের কাহিনীতে ফিরি-
ব্লগে অনেক কিছু পেয়েছি। অনেক মানুষের দেখা সাক্ষাৎ, কথাবার্তা, ও কবিতা বিনিময় হয়েছে আমার এই ব্লগে। নিজেকে অনেক ঝালিয়ে নিয়েছি এই সামু ব্লগ থেকে, এই ঋণ শোধ করাবার নয়। শোধ বোধয় করতেও চাই না, কিছু ঋণ রেখে যেতেই চাই এই ব্লগের কাছে, এই ব্লগের প্রত্যেক কবি, সাহিত্যিক, ব্লগার ও মডারেশন প্যানেলের কাছে। আমার খারাপ সময়ে, ভালো সময়ে যখন কাউকেই কাছে পাইনি, কাউকে বুঝতে দেইনি- কিন্তু ব্লগারদের সাথে সময় কাটিয়েছি ব্লগ পোষ্টে। আবারও বলছি আমার তাই এই ব্লগের প্রতি অসীম কৃতজ্ঞতা।

অনেকের কবিতা ও লেখা মিস করছি ব্লগে - কিছু মানুষের নাম নিচ্ছি মনে মনে যাদের কথা ঠিক এখন মাথায় আসছে- যারা অনেকদিন ধরেই ব্লগে নেই। আপনাদের ব্যক্তিগত জীবনের ব্যস্ততা কমে আসলে ব্লগে আসুন।
আপনাদের সাথে আমার অনেক স্মৃতি বিজড়িত। স্মৃতিকে মুছে ফেলা খুব ঝামেলার কাজ। বিশেষ করে সেই অনুভূতিগুলো যদি লেখালেখির মাধ্যমে ইমোশোনালি কানেকটেড থাকে।

somewhere in... blog; আবারও মনে মনে কৃতজ্ঞতা জানাচ্ছি এই ব্লগের প্রতি। এই ব্লগ না থাকলে অনেক কিছুই হয়ত হত না। অনেক লেখাই লেখা হত না। অনেক মানুষের সাথেই কথা হতো না। এই লেখাটিও লেখা হয়ে উঠত না।
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০২৪ সকাল ১১:১২
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দেশনায়ক তারেক রহমানকে সম্পৃক্ত করার নেপথ্যে  

লিখেছেন এম টি উল্লাহ, ০৬ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:০৮


আগেই বলেছি ওয়ান ইলেভেনের সরকার এবং আওয়ামীলীগের যবনায় জনাব তারেক রহমানের বিরুদ্ধে পৌনে একশ মামলা হলেও মূলত অভিযোগ দুইটি। প্রথমত, ওই সময়ে এই প্রজন্মের নিকট উপস্থাপন করা হয়েছিল দেশনায়ক তারেক... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্পকে নিয়ে ব্লগারদের রাজনৈতিক চিন্তাভাবনা

লিখেছেন সোনাগাজী, ০৬ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১০



**** এডমিন টিমের ব্লগারেরা আমাকে বরাবরের মতোই টার্গেট করে চলেছে, এভাবেই সামু চলবে। ****

ট্রাম্পের বিজয়ে ইউরোপের লোকজন আমেরিকানদের চেয়ে অনেক অনেক বেশী শংকিত; ট্রাম্প কিভাবে আচরণ করবে ইউরোপিয়ানরা... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্পের বিজয়, বিশ্ব রাজনীতি এবং বাংলাদেশ প্রসংগ

লিখেছেন সরলপাঠ, ০৬ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২১

ট্রাম্পের বিজয়ে বাংলাদেশে বা দেশের বাহিরে যে সব বাংলাদশীরা উল্লাস করছেন বা কমলার হেরে যাওয়াতে যারা মিম বানাচ্ছেন, তারাই বিগত দিনের বাংলাদেশের ফ্যাসিস্টের সহযোগী। তারা আশায় আছেন ট্রাম্প তাদের ফ্যাসিস্ট... ...বাকিটুকু পড়ুন

ঠেলার নাম বাবাজী !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৩১

এক গ্রামীণ কৃষক জমিদার বাড়িতে খাজনা দিতে যাবে। লোকটি ছিলো ঠোটকাটা যখন তখন বেফাস কথা বা অপ্রিয় বাক্য উচ্চারণ করে ক্যাচাল বাধিয়ে ফেলতে সে ছিলো মহাউস্তাদ। এ জন্য তার... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই হাসিনার ক্ষমতায় প্রত্যাবর্তন!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:৩৮


পেক্ষার প্রহর শেষ। আর দুই থেকে তিন মাস বাকি। বিশ্ব মানবতার কন্যা, বিশ্ব নেত্রী, মমতাময়ী জননী, শেখ মুজিবের সুয়োগ্য কন্যা, আপোসহীন নেত্রী হযরত শেখ হাসিনা শীগ্রই ক্ষমতার নরম তুলতুলে... ...বাকিটুকু পড়ুন

×