রাতের মিহি কালো আকাশ,
হাজার মাইল দূরের নক্ষত্রের দিকে তাকিয়ে জিজ্ঞেস করি,
"কেমন আছিস রে নক্ষত্র?"
প্রতিউত্তরে নক্ষত্র জবাব দেয়,
"তোমার কাছে পয়সা আছে ? অনেকগুলো পয়সা?
আমি এখানে শূন্যে, বন্দী কেনা দাসী হয়ে আছি,
আমাকে আজাদ করে নিয়ে যাও তোমার গ্রহে,
কত রাত কতদিন আমি ঘুমাই না ! "
নক্ষত্র ঘুমাতে চায়,
পৃথিবীর জঞ্জাল বোধহয় তার আর ভাল লাগে না,
ঐ নক্ষত্রটাকেও কেউ আর বোধহয় ভালবাসে না।
আমি পাত্তা দিলাম না নক্ষত্রের কথায়।
বুঝতে পেরে নক্ষত্র চেঁচিয়ে উঠল,
যেন আমায় হুমকি দিল,
" আজাদ করে নাও, নয়ত ঝাঁপ দিলাম, কৃষ্ণগহ্বর হয়ে গেলাম। "
আঙুলের ডগা থেকে কয়েক ফোঁটা ঘাম ঝড়ে গেল,
কপালের উপর থেকে চুলগুলো সরিয়ে,
ভাল করে নক্ষত্রের দিকে তাকিয়ে বললাম,
"জাহিদ অনিক ভাল নেই,
ঝাঁপ দাও হে নক্ষত্র,
তোমার ভিতরে আমি, আমার ভিতরে তুমি ,
পুড়ে মরি , নীল লাল জীবনে বেঁচে থাকতে ভাল লাগে না । "
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:৪৩