আল্লাহর রহমত ভাগ্যের ঠিকানা
জাহাঙ্গীর বাবু
অসুস্থ্য ভাবনা
জীবনে কোন সরল অংক নেই
নেই কোন প্রকৃত সমাধান।
জীবন জুড়ে শুধু জোড়া আর তালি
সয়ে যাওয়া ,মেনে নেওয়া,এইতো জীবন ।
লুটে পুটে চেটে নয়তো খেটে কেউ যখন উঁচুতে
হাতি তখন পিঁপড়া সম নিচুতে !
ইবাদত বন্দেগী দান খয়রাতে শিরোনাম হয়তো কেউ
একই সূত্রে বাটপার কতিপয়,দীনহীন কেউ।
দায়িত্ব কর্তব্য ফোকাস অর্থ বিত্তের বিচারে
নিয়মনীতি শোভিত বেঈমানের দরবারে !
ভরা উদোর আরো চায় ,দরিদ্র ক্ষুদার্ত রয়ে যায়.
দিয়ে যাও ,করে যাও ,শব্দ পুনরাবৃত্তি হবে না
দেয়া নেয়ার, কথা অতীত,ধর্মে বলতে মানা !
স্বপ্ন দেখে সবাই ,স্বপ্ন সফল হয় কার ?
এক দুই তিন চার, বাকি যে আরো ছিয়া নব্বই ,
লোকসান তাদেরই ,লোভীরা হানা দেয় স্বপ্নে ,
স্বপ্নে এসে স্বপ্ন করে হরণ ,লোকসানে দায়ী স্বপ্নদ্রষ্টা
দায়ভার নিতে চায় না কেউ,স্বপ্নের ভাগ্যেই বড় বাঁশটা !
জীবন জুড়ে শুধু ঝামেলা গিটঠু আর গিটঠু
আর মনে করি আমি সাধু।
নিজেকে সেরা প্রমানে ব্যস্ত,
নিজের দোষ অন্যের উপর করি ন্যস্ত
অন্যের দোষ ,অপরের দুর্গন্ধ !
বেঁচে থাকার লড়াইয়ে সত্যের মুখে কুলুপ
মিথ্যার মাথায় তিলক ,,ধর্মের দোহাই,
বেঁচে খাই ,তেল দিয়ে তেল খাই।
জীবন জুড়ে যতই থাক ,তবু নাই নাই আর নাই।
ভালো থাকার নিদারুন, করুন অভিনয়
আমি তার,সে তার ,আমি কই
আমার আমিত্বে বেহায়া হয়ে বেঁচে রই ,
চারপাশে জ্ঞান শূন্য ,সেরা আমিই।
যখন যোগ্যতা ডুবে থাকে ল্যাট্রিন গাটারে
প্রতিভা বিলীন হয় মূর্খের বিচারে ,
অপদার্থ উপরের চেয়ারে
অভিজ্ঞতা তখন অনভিজ্ঞের পা চাটে !
আলহামদুলিল্লাহ ,শুকরিয়া ,
হে করুনাময় আল্লাহ তোমার দরবারে
রেখেছো যখন যেমন, হে রব আমার,
তোমার উপর খুশি ,দিয়েছো ঢের বেশি।
আবদার আমার বেঈমান করে দিওনা মৃত্যু ,
কর্মে রেখো ,করোনা মুখাপেক্ষী।
হক যেন না হয় না হক আমার দ্বারা,
হে সৃষ্টিকর্তা রেখো তোমার কৃপা দৃষ্টি।
জীবন কোন অংক নয় বিধাতার দান
বিধাতার কাছেই সকল সমাধান।
নামে মুসলিম ,কালেমা নামাজ ,রোজা ,হজ্ব,,যাকাত
ঈমানের নাই ,শয়তানের কারখানা ,
রবের কাছে চাইতে জানি না ,তাই পাইনা।
মিছেই করে যাই ভাগ্যের বাহানা ,
আবার ,আল্লাহর রহমতই ভাগ্যের ঠিকানা।
আল্লাহ সবার আশা পূরণ করুন।
মানুষ হয়ে বাঁচার তৌফিক দিন।
আমিন।
২-৯-২০২০
চ্যারম্যানবাড়ি ফতেহ পুর,বগাদী ,
আড়াই হাজার ,নারায়ণগঞ্জ।
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:০৯