মানুষের দাবীদার মাত্র
জাহাঙ্গীর বাবু
কঠিন সময় পার করছি গত পয়তাল্লিশ বছরের অধিক, কাঠিন্য আরো প্রকট এখন,বাঁচার চেষ্টায় জীবন ত্রাহি,ত্রাহি। গুমোট ভাব,ভ্যাপসা,উৎকট গন্ধের চারিপাশ। নিঃশ্বাসে বর্জ্য মিশ্রিত,চিন্তা,চেতনায় হিংসা,প্রতারণা,প্রতিশোধ,আক্রোশ।নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণে ব্যাস্ত সময়।ফলাফল পঁচা,দুর্গন্ধের বাতাস,পরিবেশ।
এখন হাসতে মানা,চাপা ক্ষোভ কষ্ট,নিরান্দ মনে বেদনা,না পাওয়ার যন্ত্রণা, খুশির মুহুর্ত গুলো ক্ষণিকের আকস্মিক,অস্থায়ী।
মহামারী,প্রাকৃতিক বিপর্যয়,মনুষ্যরুপী পশুদের দানবীয় আচরন,স্বঘোষিত পথ প্রদর্শক, বেঁচে থাকার দৌড় ঝাঁপ,স্বার্থপরতায় ধর্মের অমীয় বানী অসার।মুখ,মুখোশের আড়ালে আপন সত্বার ফাঁসি প্রতিনিয়ত।
এক চিলতে হাসি রেখা টানতেও অনুমতি আবশ্যক। কোটি বিড়ম্বনার মাঝে, মাঝে মাঝে চিত্তবিনোদনের উসিলা তালশ করি বিধায় কারো কারো চোখে পড়ন্ত বয়সে উদ্ভট অভিব্যাক্তি বলে দাবী করেন অনেকে।ওরা আপন জন বটে।
আমার আজ,যা কিনা আগামীতে কাল হতে পারে উত্তরসুরী। হয়তো তারাও পিতৃ,ভাতৃ,বন্ধু,সুজন পরিচয় প্রদানে বিব্রত হবে বলে আশংকা অতি নিকট জ্ঞানী,গুনি,বিজ্ঞ প্রাজ্ঞ জনের।
অতীতের ইতিহাসে বর্তামানে যে অপ্রমানিত তাহাও নহে। ঘেউ ঘেউ করা প্রাণীর পশ্চ্যাতের বক্রাকৃতির পুচ্ছ,লেজ টি সোজা হবার নয়,হয়নি,হয়তো আমারো তাই, স্ব-সৃষ্ট,মনুষ্য প্রদত্ত বুকের যন্ত্রণা হ্রাস করতে বা হৃদপিন্ডের আয়ু বাড়াতে আমি আজো আয়োজক হাসির রেখার।
চেষ্টা ভালো থাকার,প্রচেষ্টা ভালো রাখার। লোকে মন্দ বলে বলুক,ভালোবাসার প্রিয় মানুষেরা ঈংগিত প্রদান পুর্বক অঙ্গুলি প্রদর্শন করিলেই কলিজায় লাগে। কলিয়াজায় ঘুনে ধরেছে সেই কবে।তাও কলিজায় আঘাত করে। আর আমি হাস্যরসের তালাশে বৈরাগী যাযাবর আজো।হয়তো থাকবো অনন্ত কাল।নয়তো আমৃত্য।
ছোট ছোট উপলক্ষ সৃষ্টি করি এক চিলতে হাসির রেখা আঁকতে,ওরা আমায় সঙ বলে, বলুক।আমি জানি আমি মানুষ,আল্লাহকে ছাড়া কার কাছেইবা আর আমার দায়বদ্ধতা? আমাকে যারা পথ দেখাতে চায়, ওরা পয়গম্বর না,মানুষের দাবীদার মাত্র।বাহ্যিক বিবেচনা চারপাশের পরিবেশের।মুখ ফুটে বলে না কেউ,সম্পর্কের ডোর,দাগা ছিড়ে যাবে বলে। সমাজে,পরিবারে বসবাসের অযোগ্য হয়ে উঠবে বলে।চুপ,আমি তুমি,সে..... অতপর,তার পর
সব আজাইরা প্যাচাল।
৫-৮-২০২০
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৩৯