জাহাঙ্গীর বাবু
অর্থের কাছে সব সম্পর্ক শুণ্য।
আপন আর পর অর্থ নির্ভর।
শেষ নিঃশ্বাসের ভাবনায়
উত্তরসুরীর শুভকামনা, রক্ত নহর।
আয় নির্ভর জীবন,
বিশ্বাস এখন মেকি
অন্তরের ক্ষত দেখে না কেউ,
দেখে ফেস বুকের সেল্ফি।
সাজানো নাটকের মঞ্চে
সত্য গল্পের ফাঁসি,
এরই মাঝে হাসি,কাঁদি,
বেঁচে থাকি,ইত্যাদি,ইত্যাদি।
এক দম,একদম,এক দমের ফাঁকি
জীবন,মরণ,মানুষ,লাশ
সম্পর্কের ইতি,অনৈতিক অর্থনীতি
জীবনের ইর্ষিত, পংকিল পরনতি।
জীবনের তালাশে,জীবনের প্রতি বাঁকে
জীবনের প্রত্যেক সম্পর্কে বিনিময়
গিভ এন্ড টেক, অর্থের নীতি
অনুশাসন, সমাজ,সামাজিকতা
সংস্কৃতির আচ্ছাদন!
সম্পর্কের পারদে ধর্মের আবরণ
শেকড় থেকে শিখর, কুপমুন্ডতা থেকে
জ্ঞান ভান্ডার,নানা নামের সম্পর্কের
ডোর, তত্ব তালাস,দূর্ণাম,সুনামের
মূলে অনর্থের মূল অর্থ,
নীতি বায়বীয়,জলীয়,ভষ্মীয়,অদৃশ্য।
নীতিহীনতাই জীবন।
ভাষণ,বয়ান,জীবনে ব্যাবধান।
আজব জীবন উপাখ্যান।
মুখ আর পশ্চ্যাৎ এক!
আমি যা করি,বলি,অন্যরকম!
আলহামদুলিল্লাহ, বেঁচে আছি
মাওলার মর্জি মতন।
চারপাশের মতোই,
মুখ-মুখোশে লুকানো স্বরুপ,
শ্রেষ্ঠত্বের দাবীদার স্বয়ং।
বিলুপ্ত মনুষত্ব্যের বিকৃত জীবন।
আমি ছাত্র,আমি শিষ্য,বাকী সব
গুরু শিক্ষক যে যার মতন।
অবিচার,অনিয়মের মাঝে
শুদ্ধতার তালাস,জীবনের পরিহাস।
বেইমানের ভুবনে আল - আমিন!
নোনা জলে লজ্জিত সম্পর্ক
ব্যাস,আত্বিক নয় আর্থিক।
৩-৮-২০২০
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:২৯