জাহাঙ্গীর বাবু
মোবাইল স্ক্রীনে ছুঁই, চেয়ে থাকি অপলক,
হাসি,কাঁদি,ক্রোধিত হই,কখনো,সখোনো
হিসাবের খাতা ছুঁড়ে ফেলি
তার,তাহার আদি থেকে অন্ত ছুঁই
স্ক্রীন ফেটে চৈত্রের জমিন
বর্ষার অপেক্ষা অনন্ত কালের।
হঠাৎ গোলাপের পাঁপড়ি ঝরে পড়ে
ভিজে উঠে চশমার কাঁচ
চায়ের পেয়ালায় চামচের টিং টিং
উপচে পড়ে, উষ্ণ জলে ফোস্কা পড়ে।
ছলাৎ,ছলাৎ উপচে পড়ে টাটকা টকের
লেমন টি, পিচ্ছিল মেঝে।
পরিচ্ছন্ন কর্মীর তিরস্কারের হাসি।
দূরে থেকেও কাছে থাকি দীর্ঘশ্বাসে।
তারপর.....
অতপর......
স্বদেশ, প্রবাস তথৈবচ।
মোবাইল স্ক্রীন একান্ত আপন
খুনসুটি,মান অভিমান চৌচির স্ক্রীনে।
দূরে থেকেও কাছে থাকি দীর্ঘশ্বাসে।
কষ্টের চাষাবাদ চৌচির স্ক্রীনের জমিনে।
২-৮-২০২০
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৩৪