জাহাঙ্গীর বাবু
অহংকার করোনা।
করোনা,মহামারী,নানান নামের অসুখ
ঘটনা,দুর্ঘটনায় মৃত্যু কাউকে ছাড়বেনা।
করোনাতো ছোঁয়া পেলেই ছোঁবে।
শত হাজার লক্ষ কোটি মধ্যবিত্ত,
নিন্মবিত্ত,দরিদ্রের সাথে
উচ্চ বিত্ত,ধনী,অধিক মেধা
সম্পন্নরাও যাচ্ছে, যাবে পরপারে।
মৃত্যু সত্য,মানো,দুনিয়ার দম্ভ ভুলে যাও
কথার শুরুতে,শেষে আল্লাহর নাম নাও
মহান আল্লাহ রাব্বুল আলামিনের
শুকরিয়া আদায় করো।
আল্লাহর কারিশমা সব,মানুষ উসিলা মাত্র।
রোগ,শোক,চিকিৎসা,জীবন,মরণ
পৃথুবী,সৌরজগতের সব সৃষ্টি কর্তা
আল্লাহর হুকুম।মানুষের মাধ্যমে ছড়ায়,
মানুষের সাহায্যেই ভালো হয়।মানুষ বেঁচে উঠে।
করোনা জয়ী মানুষ নয়,
আল্লাহর রহমতে করোনার জয় হয়।
একই ওষুধ কত জনা খাচ্ছে
কেউ বাঁচছে,কেউ মরছে।
আল্লাহর রহমতেই সব হচ্ছে।
বান্দা, সৃষ্টিকর্তা মহান রাব্বুল
আল্লামিনের নাম কলবে রাখো।
স্বীকার করো
আল্লাহ এক, অদ্বিতীয়,
হযরত মুহাম্মদ (সঃ) আলাহর বান্দা ও রাসুল।
করোনা জয়ী মানুষ নয়,
আল্লাহর রহমতে করোনার জয় হয়।
মানুষ উসিলা মাত্র।
১৫-৬-২০২০
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০২০ রাত ৮:০১