জাহাঙ্গীর বাবু
ঈদ দুই হাজার বিশ,মৃত্যুর মিছিলে,
আক্রান্ত কতো নির্ভর টেষ্টের উপরে।
যতো পারো খুলে দাও সব,
যতো পারো যাও আসো ঘরে বাইরে
দায়ী, বাধ্য-অবাধ্য আসতে আর যেতে
হিসাবে আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা
যাই হোক,সেই হয়তো বুঝবে যে হারাবে।
তাও ঠিক,একদিন সবাই ভুলে যাবে
তুমিও তাদের একজন ছিলে।
করোনার মুখে এবারের ঈদ,কে বাঁচবে,
কে মরবে করোনা ভাইরাস কি জানে?
ঈদ কি শুধু নামেই রবে এবার
না জানি, কার ঘরে জুটছেনা খাবার?
করোনা মুক্ত ঈদ হোক এই প্রত্যাশা আমার।
প্রিয়জনের মুখে হাসি থাক অমলিন।
১৩-৫-২০২০
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৫৫