জাহাঙ্গীর বাবু
জীবনের গল্পটা হিংসা,প্রতিহিংসা,
গর্ব,অহংকার,অতীত ভুলে যাওয়া,
আক্রমণ, পাল্টা আক্রমনের
না হলে ও হতে পারতো, হলোনা।
দোয়া,আমলেও মগজ পরিস্কার হচ্ছেনা।
অস্থির,অস্থিতিশীল,অতীত,বর্তমান,
ভবিষ্যতের গোঁজামিল, মিল,অমিল গড়মিল!
বাঁচার স্বপ্ন অবিচল
অথচ চারপাশে মৃত্যুর মিছিল!
বাঁচার লড়াইয়ে মৃত্যুর বন্দোবস্ত!
বাঁচার জন্যই মৃত্যুর আয়োজন।
সব ভালোবাসার দোকান বন্ধ হবেই হবে
যবে হবে নিঃশ্বাসের চির প্রস্থান।
জীবন জুড়ে ভালো মানুষীর অভিনয়
অন্তরে শয়তানের রঙ মহল!
বিবেকের বাজারে লক ডাউন
মানবতার হাঁটে, হাটে মাতাল মন।
নামাজে প্রার্থনায় চোখে ভাসে কুটনীতির
ট্রেলার!আস্তাগফের করেও অশান্ত মন।
নির্মোহ,সত্য,সুন্দর,কাগজে,কলমে,ভাষণে,তোষণে
ওয়াজ,বয়ান,উপদেশ,আদেশে সব সম্ভব।
বাস্তবতাই সত্য,বাস্তবতাই আগামীর
কালো অধ্যায়,নিষিদ্ধ ইতিহাস।
বাস্তবতাই অবাস্তব আর পরাবাস্তব।
২১-৫-২০২০
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:২০