জাহাঙ্গীর বাবু
বয়স আমার পঞ্চাশ ছুঁই ছুঁই
একটু অসুস্থ হলে মায়ের দোয়া আসল ওষুধ ওই।
বিপদ হলেই মায়ের দোয়া সবার আগে চাই
খুশির খবর মায়ের কাছে আমি যে পৌঁছাই।
কি বাবা কেমন আছিস ,ঠিক মতো খেয়েছিস
খবর আজো মা নেয় সবার আগে
মায়ের রূপে কন্যারাও এখন, মায়ের নব সাজে।
দুর্দিন দুর্বিপাকে মায়ের ভরসা পাহাড় সম আজো
নামাজ দোয়া প্রার্থনাতে প্রত্যেক সন্তান রাখো ।
মা বুড়ো হয়না ,হয়না বুড়ো সন্তান
হেই করোনা কোন সন্তান মায়েরই সন্মান।
সন্তান হয়না যে নারীর সন্তানের জন্য কাঁদে
সন্তান জন্ম দিতে গিয়ে ,চোখের জলে ভাসে।
খেয়ে না খেয়ে রড বৃষ্টি ঝড়ে
সংসরের কোটি জ্বালা সন্তানের জন্য সহে।
নির্ঘুম রাত কাটে দুঃশ্চিন্তায় কাটে দিন
সন্তান বড় হলে মায়ের যায়না দুর্দিন।
ক'জন মায়ের ভাগ্য ভালো জোটে যোগ্য সন্তান
বিয়ের পরে সু-সন্তান ও হয়ে যায় কুসন্তান !
শ্যাম রাখি না কুল রাখি ,কত সন্তান থাকে বিপাকে
মা জননী মমতার খনি সন্তানকে রাখে দোয়াতে।
কাব্য কবিতায় ভাষণ দেয়ায় মায়ের গুনগান
বাস্তবে ক'জন মা পান ,তার যোগ্য সন্মান।
ক'জন মা জানে ,বিশ্ব মা দিবস নামে একটি দিন আছে
মা কে ভালোবাসতে কি আর কোন দিবস লাগে?
ডাক্তার,নার্স,শিক্ষক,অভিভাবক ,বন্ধু আবেগ,মায়া ,মমতা,
আদর দোয়া ,দয়া শুভকামনা সব কিছুতেই মা
পৃথিবীর সকল মায়ের কাছে নাড়ি কাটা সন্তান সেরা
সন্তান বুঝেনা মায়ের কষ্ট ,মা ঠিক বুঝেন সন্তানের যন্ত্রনা।
মা,মুখে যতই অভিমান দেখাক ,কলবে সন্তানের মঙ্গল কামনা
যত বড় আলেম ওলামা ডাক্তার বিজ্ঞানী হোক সন্তান
মায়ের রুহের বদ দোয়া হবে না মাপ ,যদি নীরব অশ্রু ঝরান।
মায়ের তুলনা শুধুই মা ,তার নেই কোন তুলনা
মা বেঁচে থাকতে মায়ের কদর সন্তান বুঝেনা।
মা যদি করে উফঃ ছাড়ে দীর্ঘ নিঃশ্বাস
সে সন্তানের দুনিয়াতে হয়ে যায় সর্বনাশ।
মায়ের দোয়া বড় দোয়া ,মা সাত রাজার ধন
মা যে আল্লাহর দেয়া,শ্রেষ্ঠ নেয়ামত। ।
১০-৫-২০২০
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০২০ বিকাল ৫:১৮