জাহাঙ্গীর বাবু
মমতার কবিতার শিরোনাম মা।
ক্ষমার কবিতার শিরোনাম মা।
অনন্ত অসীম ভালোবাসার সমুদ্র মা,
মা ধৈর্য্যের অসীম কবিতা।
গর্ভযন্ত্রণা নয় মাস,ভুমিষ্ট যন্ত্রনা শেষে
কান্নার নোনা জলে,বুকের নহরে
তিল তিল করে জীবনের সাথে যুদ্ধ করে
মাটির দলা সম শিশু থেকে গড়ে তোলে মানুষ।
মা,শিক্ষক,চিকিৎসক,সেবক অতন্ত্র প্রহরী।
মা,লাঞ্চনা,অপমান সয়ে অভুক্ত থেকেও
সন্তানের শুভকামনায় মা।
মা পুরো এক ভালোবাসার কাব্য গ্রন্থ।
যে টুকু অপারগতা তার জন্য
ক্ষমা চাই মা, ক্ষমা চাই।
মা,তোমার তুলনা শুধু তুমি।
মা তোমায় ভালোবাসি।
মা,একটা গল্প,একটা উপন্যাস,একটা জীবন কাহিনী।
সারা পৃথিবীর যত পানি,যত ভুমি
সীমাহীন আকাশ জুড়ে যদি লিখি শেষ হবেনা
একটি শব্দের ব্যাখ্যা, বিশ্লেষণ।
সেই শব্দের নাম মা।
সর্বপরি,মা আমার মমতার খনি,
মমতার কবিতার শিরোনাম মা .....
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০২০ সকাল ১০:৫৫