জাহাঙ্গীর বাবু
করোনায় মে দিবস টুয়ান্টি টুয়ান্টি
শ্রমের মূল্য, শ্রমের অধিকার
কথায়,কাগজে,প্রচারে,ধিক্কার শ্রম জীবনে
মে দিবস কতিপয় শ্রমিকের বাৎসরিক শ্রম বিলাস
অগনিত শ্রমিক জানেও না, কি মে দিবস?
এবার করোনা ভাইরাসের আঘাত
সব করে দিয়েছে লন্ড,ভন্ড
ন্যায্য পাওনা যোগ্য মুজুরীর দাবীতে
রাস্তায় রাস্তায় শ্রমিকের ভাঙ্গা গলায়,
ক্ষুদার জ্বালায়,মৃত্যুর সাথে চলছে
উপহাস,প্রহসন, ধিকৃত জীবনের সাপ লুডু।
করোনার জয়,নাকি শ্রমিকের,
পরাজয় করোনার নাকি শ্রমিকের।
বরাবরের মতো জিতে গেছে মালিক শ্রেণী।
কোভিড উনিশ,করোনা কাল
মে দিবস দুই হাজার বিশ,টুয়ান্টি টুয়ান্টি।
সিকাগোর সেই দিন থেকে
আজকের সময় আরো কঠিন
আরো চ্যালেঞ্জিং।
করোনায় মে ডে টুয়ান্টি টুয়ান্টি
পৃথিবীর ইতিহাসের এক মহামারীর সময়
ক্ষুধার কাছে করোনার পরাজয়।
বানিয়া,জোতদার,ব্যাবসায়ী,মালিক শ্রেণী
নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে,
পুরো শ্রমজীবি নারী পুরুষদের,
পেছনে ঠেলে দিয়েছে একটি দেশকে,
দেশের সতের কোটি মানুষকে।
সকল উন্নয়ন,অগ্রযাত্রা করেছে ম্লান
চিকিৎসা,শিক্ষা,কর্ম,ধর্ম,প্রত্যেক
স্থানকে করে দিয়েছে রোগের আখড়া!
নিরাপদ দুরত্ব মেনে,না মেনে
ব্যানার,ফেস্টুন,স্লোগান,র্যালী ও হবেনা।
কিছু জোকার করবে রং তামাশা
মিডিয়ার ক্যামেরার ফ্লাশে আড়াল হবে
কোন শ্রমিকের ঘামের ইতিবৃত্ত।
বেঁচে থাকলে কিংবা পৃথিবী টিকে গেলে
করোনায় মে দিবস টুয়ান্টি টুয়ান্টি
হবে এক মহামারী কালের উম্মাদের ইতিহাস।
৩০-৪-২০২০
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০২০ দুপুর ২:৪৩