আহরে তুমি, আসো আসো। কি সৌভাগ্য আমার। সকাল সকাল, কি মনে করে? তা একা নাকি? হুম একাই তো, কেন একা কেন? জামাই কই? এইটা কিন্তু ঠিক কর নাই। জামাই এর পায়ের নিচে বউয়ের বেহেশত। আর তুমি সেই জামাই ছারাই চইলা আসলা, ভাগ্নি যাই বল না কেন এইটা কিন্তু তুমি ঠিক কর নাই।
আজব জিনিষ এই জগত সংসার বুজলা ভাগ্নি, বিবাহ নামক জটিল ধাধা প্রেমিকারে ভাগ্নি বানাই দিল। হা হা হা......। তা ভাগ্নি সংসার কেমন লাগতেসে? নাস্তা কইরা আসছ? নাকি বাসায় গিয়া করবা? জানইতো তোমার মামার চাকরি নাই, তাই মামীও নাই।
রান্না ঘরে গিয়া লাভ নাই ভাগ্নি, ওইখানে কিছুই পাবা না। কাল বিবাহ হইল আর আজকে সকালে উইঠাই সোজা আমার বাসায়, কি শাশুড়ির সাথে গণ্ডগোল করস? কিছু না বললে বুজবো কেমনে ভাগ্নি? শাশুড়ি বাসায় নাস্তা দেয় নাই? নাস্তা করবা? তাইলে টাকা দাও নাস্তা নিয়া আসি। জানালাগুলা বন্ধ করতেসো কেন? আমি ত কোথাও জাইতেসি না। ভাগ্নি আমার কিন্তু এখন একটু একটু ভয় লাগতেসে। ছেরে দে শয়তান তুই আমার দেহো পাবি কিন্তু মন পাবি না এইরকম কিছু বলাবা না তো? হা হা হা হা ......।
ভাগ্নি রান্না ঘরে কি দিয়া আসছ? পোড়া পোড়া গন্ধ আসতেসে। আগুন লাগসে নাকি। ভাগ্নি কেন করলা এমন? কি চাও তুমি। এই কি তোমার মনে ছিল গো ভাগ্নি। কিন্তু আগুনে পুরায়া কেন? আগুনে পুরা মরা দেখতে কেমন লাগে না? ভাগ্নি কিছু না বইলাই চইলা গেলা? আমার কি এখন ভয় পাওয়ার কথা? নাকি বাচার চেষ্টা করা উচিৎ?? বাচার চেষ্টা কইরাই বা কি করব? এমনেও ঘাস লতা পাতা খাইয়া বেসিদিন বাচতাম না। তারচেয়ে বরং প্রেমিকের শেষ উপহার ই আমি গ্রহন করলাম। কবি সাহিত্যিক রা এতোদিন ধইরা ভালোবাসার নানান রকম সংজ্ঞা লিখে গেসে, তবে এখন আমাকে কেউ যদি জিজ্ঞেস করে ভাই আপনার অনুভতি কি ভালোবাসা নিয়া? আমি বলব...আগুন আগুন...
ফেইসবুক পেইজ: Click This Link
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৬ রাত ১১:৫৪