বীরের জাতিঃ একটি অনুপ্রেরণামূলক গল্পঃ
একদা, এক বনে এক বাঘের বাচ্চার মা-বাবা মারা গেল।
এক দিন এক রাখাল ছেলের বাঘের বাচ্চাটিকে
দেখে খুব মায়া হল এবং সে বাচ্চাটাকে নিজের
ভেড়ার পালের সাথে লালন পালন করতে লাগল।
বাঘের বাচ্চাটা শিকার ধরার পরিবর্তে, ঘাস খাওয়া শুরু করল
এবং সে একেবারেই ভুলে গেল যে, সে
বাঘের বাচ্চা! তাই, সে নিজেকে ভেড়ার বাচ্চা মনে
করতে লাগল এবং ভেড়ার মত আচরন করতে শুরু
করল। কিন্তু, তার একটি দুঃখ ছিল; বাকি ভেড়াদের মত তার
কোন শিং নেই, ফলে সবাই তাকে শিং দিয়ে গুতো
মারে সে কিছুই করতে পারে না! তো, একদিন
বনের কিছু বাঘ এটি দেখল এবং তারা তাকে বুঝাল যে,
"তুই ভেড়ার বাচ্চা না, তুই বাঘের বাচ্চা; তুই একটা হুংকার
দিয়ে দেখ, ভেড়ার পাল জান নিয়ে পালাবে।"
তাদের কথা মত বাঘের বাচ্চাটি ভেড়ার পালের কাছে
গিয়ে যেই না একটা হুংকার দিল, অমনি সব ভেড়া জান
নিয়ে পালিয়ে গেল!
আমরা মুসলিম জাতিরা ও বাঘের মত, "বীরের জাতি"!
আমরা বিজাতিদের কালচার অনুসরন করতে করতে
নিজেদের আসল পরিচয় ভুলে গেছি! ভুলে গেছি
আমরা মুসলিম! জেনে রাখুন, আমরা মুহাম্মদ বিন কাসিম,
সালাউদ্দীন আয়ুবী, ওমর, খালিদ বিন ওয়ালিদ, হামজা এর
জাতী! আমরা ঐ জাতি, যাদের ভয়ে বাতিলেরা থর থর
করে কাপত!! দুনিয়ার অর্ধেক যারা শাসন করত!
আসুন আরও একবার হুংকার দেই !! ইনশাআল্লাহ
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:৩৭