গাড়িতে সামাজিক দূরত্বের নামে ৬০% ভাড়া বৃদ্ধি করা হলো, তারপর সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে ৬০% ভাড়া বেশি দিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষার কেন্দ্রে গিয়ে ডলাডলি, ঠেলাঠেলি, সাপ্টাসাপ্টি করে পরীক্ষা কেন্দ্রে গেলো।
তার কেন্দ্রে সবাই ডলাডলি, ঠেলাঠেলি করে আবার ৬০% ভাড়া বেশি দিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে বাড়ি ফিরলো!
বাংলাদেশে করোনা ভাইরাস শুধু গাড়িতে বসার সময় ছড়ায়, আর অন্যকোন সময়ে তা ছড়ায় না!
তারপর তা দেখে মানে, মেডিকেল ভর্তি পরীক্ষা উপলক্ষে “করোনা বৃদ্ধির সংক্রমণ” স্থগিত করার পর আজকের বায়তুল মোকাররম মসজিদে জুম্মার নামাজের পরে “করোনা ভাইরাস” পতনের আন্দোলনের অবস্থান!
এমন দেশের এমন রুলস দেখে ইতালি প্রবাসী ছেলেটার মতো বলতে ইচ্ছে করে–
“আই ফাক ইউর সিস্টেম, আই ফাক বাংলাদেশি সিস্টেম!”