ঘুম ঘুম কালো রাত্তিরে 'জলের গানের'
অদ্ভূত গীতিময়তায় একটুকুন
জেগে থাকতে চাই,
টুপ করে নেমে যাওয়া সন্ধ্যায়
তালপাখা দোলানো ঠান্ডা গরম
বাতাসে একটুকুন শিহরিত হতে চাই,
রোদভাঙা বিকেলে লেবুচা কাপের
ঘূর্ণিধোয়ায় একটুকুন মিশে যেতে চাই,
সাদা ভোরের চুপচাপ ঘাসের
আড়ালে একটুকুন পা মাড়াতে চাই ,
কোলাহলের দুপুরে কোলের ওপর
লুকোনো বইটার গোটা অক্ষরে একটুকুন
চোখ বুলাতে চাই,
কিংবা সারাবেলার
ফাঁকে আমাতে একটুকুন সময় দিতে চাই।
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১২