"বন্ধু" শব্দটি যখন হৃদয়ের সমস্থ স্থানে ছড়িয়ে পড়ে ঠিক তখনই সেটি বন্ধুত্ব হিসেবে স্থান পায় হৃদয়ের গহীনে। বন্ধুত্ব শব্দটিকে সজ্ঞায়িত করার মত যোগ্যতা আমার মত অধমের পক্ষে সত্যি দুষ্কর। প্রকৃত্ব বন্ধুত্ব বলতে যা বুঝায় তার কোন গুণাবলি আমার কাছে নেই বলেই হয়ত আমি নিরুপায়। কিন্তু তারপরও বন্ধুত্বের মাঝে ঠিকে থাকব শুধু বন্ধুত্বের ঠানে। যত কর্কশ ভাষা ব্যবহার করি না কেন তদের সাথে, তোরা ক্ষমা করিস আমার হে প্রিয় বন্ধুরা।
প্রাইমারি বা মাধ্যমিক গন্ডিতে আমার তেমন কোন ভাল বন্ধু ছিলনা। বন্ধুত্ব শব্দের সঠিক অর্থে বন্ধু খুজে পেয়েছিলাম কোন এক ঈদে ক্রিকেট খেলার ফাঁকে। সেই যে ওদের বাড়িতে দাওয়াত খেয়ে বন্ধুত্ব শব্দের সাথে পরিচয় শুরু হয়েছিল তা আজও অমলিন হয়ে রয়েছে। বন্ধুত্বের সবদিকগুলো পরিচয় করিয়ে দেয়া সেই বন্ধুঠিকে বলতেই হয়, তর সাথে সম্পর্কে জোড়ানোই আমার জীবনের ভাল একটা দিক।
আমি নতুন একটা জীবনের সন্ধান পেয়েছিলাম তর জন্য। প্রথমদিকে কথই না ভুল বুঝে ছিলাম সেই প্রিয় বন্ধুকে। বন্ধুঠির সাথে পরিচয়ের পর থেকে যা যা ঘঠেছে, তা বলতে গেলেই মনে পড়ে - মান্না দের কন্ঠে সেই গানটি
(কফি হাউজের সেই আড্ডাটি আজ আর নেই, আজ আর নেই।
কোথায় হারিয়ে গেলো সোনালি বিকেলগুলো সেই, আজ আর নেই)
চলতি পথে আবারও খুজে পেয়েছি বন্ধুত্ব ।
হাতে গোনা বন্ধু হলেও এদের নিয়েই বন্ধুত্বের সকল সাধ আহ্লাদ পূরণ হচ্ছে ।
সন্ধ্যার পরের আড্ডা, গল্পের ভাজে সবার সারাদিনে ব্যস্থতা সম্পর্কে খুজ নেয়া।
শুক্র, শনিবার গন্থব্যহীন ভাবে ঘুরেবেড়ানো তো আমাদের প্রতিসপ্তাহের রুটিন হয়ে দাড়িয়েছিলো। যখন যেটির কথা মনে পড়ছে সাদ্যথাকলে ছুটে চলেছি সেদিকে।
প্রতিদিনের আড্ডায় নিজে বোকা বনে যাওয়ার সাধটা আসলেই অন্যরকম মনে হত।
বন্ধুত্বের কী এক অসাধারণ টানে প্রতিদিনের সন্ধ্যার চায়ের আসরে, বিভিন্ন যুক্তি আর উক্তি নিয়ে বির্তকে জড়িয়ে প্রতিদিন আড্ডার আসরকে আরেকটু প্রাণবন্ত করা
সেই সব প্রাণ প্রিয় বন্ধুদের বলছি, তোরা আছিস, ছিলে, থাকবে হৃদয়ের সেই যায়গাঠিতে।
বন্ধুদিবসে ছোট বড় সকল বন্ধুত্বের অধিকারি/অধিকারিণী সকল বন্ধুদের জানাচ্ছি, শুভেচ্ছা ও শুভ কামনা।