পৃথিবীর কেউ আজ ভালো নেই; ভালো নেই আমি । রৌদ্রের মত বিক্কীর্ণ
দুঃখের অপেরা; -যার গানে সুর নেই, আছে শুধু কালপেঁচার চীৎকার
কথোপকথনে যার- অচক্ষুঃ অভিচার- লাল মেঘ হয়ে আজ বৃষ্টি ঝরায়
হৃদয় আকাশে । তারপর সে হৃদয় অভিরাম বন্ধুক
বিমরিষ বন্ধুকে দিয়ে বলেঃ ‘আমি কিন্তু রৌদ্র নই,
রৌদ্রেরা বুঝি লাল হয় ?’
নক্ষত্রের রাত আজ- বিবর্ণ আকাশেতে জেগে থাকা কালপুরুষও
কেঁদে যায় । কেঁদে যায় ঝিঁ-ঝিঁ পোকা, অলস বৃক্ষ আর ব্যস্ত সময় ।
গীর্জার ঘন্টাতে ক্রন্দন শব্দ । হেসে যাও শুধু তুমি নিস্তেজ অধরা;-
দেখি চেয়ে চারদিকঃ
কূয়াশাপ্রদীপ জ্বেলে পৃথিবীরা কাঁদছে !
আজও এই পৃথিবীতে বৃষ্টি হয় ?
আজও এই তুমি-আমি হেসে কথা বলি ?
অভিনয় ?
প্রেম তবু পৃথিবীতে বহুবার হয় !
কোনদিন, মনে পড়ে, আমার আশায় তুমি কেঁদেছিলে দিনভর ?
মনে পড়ে উদলের ডালে বসা কাদাখোঁচা পাখি ? সারা রাত বসেছিল
থেমে থেমে ডেকেছিল মহানিশা কালে, পড়ে মনে ?-
-বসন্ত বিকেলেতে কোকিলের জ্বর ?
-শবে কদরের রাত ?
সারা রাত জেগে তুমি থাকো নি কো, মনে তবু করেছিল ভর !
সেইদিন শেষরাতে শিশিরেতে ভিজেছিল ফ্রন্ডগুলো- মস-
একাকার হয়েছিল দূর ক্ষেতে পড়ে থাকা তারালতা- খড়-
কিংবা ফযরক্ষণে ? ঘুম শুধু ভেঙেছিল জন্যে আমার !
ফেলে রেখে ওড়নাটা খালি পায়ে একা একা-
-চুপিসারে হেঁটেছিলে মহামহানস্ !
আজ সব ভুলে গেছো, আমাকেও মনে নেই আর
সেই তুমি এ তোমাতে নেই কোন মিল-
এতোদিন ছিল, নেই আজ আমায়ও কোনও দরকার
মরে গেছে- সোনালী ডানার সেই ডোরাকাটা চিল !
________________________