ঘুমিয়ে কাটালাম বসন্তের প্রথম বাসর
সূর্যকরুণ আলো ফোটাবে কি করে
বিষণ্ণ ঘুঘুর বুকে অশোকের লাল ?
বসন্তের মাতাল বাতাসে -
তারচে বরং হোক অহিফেন ঘুম
লাল রঙে ছেয়ে যাক চোখের গোধূলি
আজ দুপুর রোদের আঁচে রূপবতী প্রেমিকারা
বের হোক, কুসুমফুলের মত রাঙা শাড়ি-
খোঁপা-চুল- চুড়ি হাতে- চন্দ্রহার বুকে
তুমি-আমি কোথাও যাব না।
দুজনের দেখা হবে কুয়াশার ঘুমে,
দেখা হবে চোখের জলের এক সুমদ্রবাড়ী
ফুলে ফুলে ভরে যাবে দুজনার বসন্তসাহারা।
বাসন্তী শাড়ি গায়ে তুমিও কি সেজেছিলে আজ?
জণাকীর্ণ পৃথিবীর ফাগুনিয়া বনে
মরে যাওয়া ডালে বসা ঘুঘুটিরে দেখে
বিষণ্ণ চোখে তার চোখ রেখে বলেছিলে,
পৃথিবী এত নির্জন কেন?
পৃথিবী এত নির্জন কেন?
[১ ফাল্গুন, ১৪২২]