সুন্দরসন্ধানে এই অন্তরমহল
সহজিয়া; কোথাও মেলে নি তার শাই
কুৎসিত প্রগলভ তবু এই পৃথিবীর
দুধজ্যোৎস্নায় ভেসে অলৌকিক নদীটির
বিমূর্ত নগ্ন শরীর- কীর্তনখোলা জল
সুরাশরাবে সাজালে রেকাবী-পাথার
অন্তরমহল টলে ওঠে- খুঁজে পাই
জনাকীর্ণ বন্দরেই মুর্শীদ আমার ।
পাখা ঝাপটানো পাখিটির সন্ধ্যা-আনত
হুট করে নেমে এলে তীব্র বিষণ্ণতায়
নারিকেল বনে পাতা বাতাস কাঁপানো
থেরেমিন বেজে ওঠে উদ্ভ্রান্ত কান্নায় !
বন ভয়াজ জানানো হে শহর, কেন-
তুমি ঠিক পুরাতন প্রেমিকার মত ?