জানালায় কজনের চোখ লেগে থাকে ?
কজনার কড়িকাঠে সমুদ্রের শব্দ শুনে
ইনসমনিয়া জেগে ওঠে ? রূপালী চাঁদের
আলো জ্যোৎস্না থেকে ফোটা বিষণ্ণতা
দেখে কার মনে পড়ে বহু পুরাতন বাক্য,
রাতজাগা কথোপকথন ? অন্ধ পেঁচাদের
মত একদিন সেও ছিল বাচাল ব্যাঙমা !
-এইসব মনে করে ভাদ্রের অভদ্র মেঘে
ছেয়ে আসে চোখের আকাশ যার- তার
সহজেই জাগে বুকে প্রেম কি আবার ?
কবিতায় পড়ে থাক বেদনার অক্ষরগুলি !
যে জানার জেনে নেবে; সবকথা রয়ে যাক
গোপনে গোপনে কবিতায়, প্রয়োজন হলে
যে জানার –সে নেবে এ কবিতায় জেনে !
ততদিন অনিয়ম অমিয়তে ডুবে থাক চোখ
নিস্তব্ধ রাত যাক শর্তহীন অনিদ্রামহলে...
ঘৃণা-দুঃখ-ব্যথা নেই এমন কাউকে পেলে
মনে হত 'প্রেম' বুঝি শাদা ফুল- নিজেকে
বোঝানো যেত; তাকে ডেকে বলেই দিতামঃ
.... আমিও যে একদিন প্রেমিক ছিলাম !