কোথাও কেঁদেছে রোদ, রাতের বাতাস- তবু শহরের ব্যপ্ত অভিধানে
কান্নার শব্দ কোনও এখনো ছড়ায় নাই, বেদনার গন্ধ নাই সৌম্য বাতাসে
কেবল হাসির স্রোত আছড়ে পড়ে নিদ্রাচোর নিস্তরঙ্গ ভাদ্রের আকাশে
এত- এত- এত সুখ, এত আনন্দ, এত উচ্ছ্বাস সবকিছু এখনও এখানে ?
তোমাদের সব চোখ-কনীনিকা তেতে আছে- ওদের রোদের ভালবাসা
হয়তোবা প্রয়োজন নেই; এমন বিপন্ন দিনে ওদের বধির কানে-কানে
কেউ কি শুনিয়েছিল হলুদাভ রোদের বেদনা আর রাত্রির বাতাসের ভাষা
চোখঢালা কাঁচা দুঃখ জমাটবদ্ধ মেঘছাই অবনীল ম্লান অভিমানে ?
তোমরা তো সুখে আছো, গাঢ় সুখে, ভালবাসা বুকে নিয়ে সিক্ত অপার
নিমীলিত চোখ মেলে পাও মেঘ- জল-বৃষ্টির মুগ্ধ শহর, অমৃত-অমিয়
দুঃখ নেই, বেদনা নেই, নেই- ভালবাসার অভাব নেই এইখানে কারও ।
এত এত ভালবাসা ? কোথায় লুকোনো দেখি- ! আজকে রোদের আর
বাতাসের মিছিলের দাবীদাওয়া নিয়ে দ্যাখো এসেছি আমিও-
হাত পেতে বসে আছি, দাও কিছু ভালবাসা- দাও দেখি, যদি দিতে পারো !