দেশে কোনও সংবিধান নাই বইল্লা বিরোধী দলগুলান হাড়াদিন চিল্লাইয়া চিল্লাইয়া গলা ফাডাইতাছে, কিন্তু এইদিকে সামুযে আসলে কোন নীতিমালায় চলে তার দিকে কি কারো কোনও নজর আছে?


*একবার না পারিলে দেখ দ্বিতীয়বার, আবার রেজিস্ট্রেশন করলাম, এই পোস্টটা দিছিলাম




*দ্বিতীয়বার না পারিলে দেখ তৃতীয়বার, এই উদ্যমে



আমারে এক সপ্তাহের মুলা দেখাইয়া আজকে একমাসেও সেইফ করা হয়নাই, প্রথমদিকে কষ্ট পাইতাম না, কারন ভাবতাম সামু অনেক পবিত্র জায়গা



আন্ডারওয়্যার কিনার জন্য হেল্প চাই

ইত্যাদি আবালীয় জিনিস-পত্তর পোস্টইয়া যাইতেছেX#
*তৃতীয়বার না পারিলে বুইঝা লউ তুমি ওই কাম করনের মাল না




উল্লেখ্য ইতিমধ্যে তাদের কাছে দুইবার নোটিশও পাঠাইছি, দেখেন


"মডারেটর সমীপে
আমি 'নোবেলবিজয়ী_টিপু' এই নিকে ২ সপ্তাহ ৫ দিন দিন আগে নিবন্ধন করি, আমাকে ৭ দিন পর্যবেক্ষণে রাখা হবে জানানো হয়। এই সময়ে আমি ৪ টি পোস্ট করি, আমার ব্লগটি মোট ৬০ বার দেখা হয়েছে। মুলত আমি আরো অনেক আগে থেকেই somewhereinblog এর একজন নিয়মিত পাঠক।কিন্তু সেফ না হবার কারনে আমি আমার প্রিয় ব্লগারদের লেখায় মন্তব্য করতে পারিনা, যা দারুন পীড়াদায়ক। তাই আমার একান্ত আবেদন আমাকে সেইফ করে প্রিয় ব্লগারদের লেখায় মন্তব্য করার সুযোগ দেয়া হোক।
আমি একই সাথে এটিও নিশ্চিত করতে চাইযে আমি ইতোপূর্বেও কোনও ব্লগীয় নিয়ম লঙ্ঘন করিনি, এবং ভবিষ্যতেও করবনা।
-ইসমাইল টিপু (২।৬।২০১১)"
সামুর একটা সেইফ আইডির বড় সখ ছিল, শুধু কমেন্ট করার জন্য, আইজকা আমার মনে হইতেছে যেই সময় সেইফ হওয়ার জন্য নস্ট করছি এই সময় যদি গার্লফ্রেন্ডের জল্লাদ বাপটার পা ধইরা পইড়া থাকতাম তাইলে আজকে একটা ক্যাটরিনার মত সুন্দরী বউ পাইতাম

সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১১ দুপুর ২:৪৩