শাশুড়ি বলাই কয় বো গো বো
কলতলাত যাই কয়ান থালা বাসন ধো
বউ কয় হাইতান্ন আঁই হাইতান্ন
দরকার অইলে আইজ ভাত খাইতান্ন
শাশুড়ি কয় ওমা কিয়া কয় আঁর বো-মা
আইজগা আইয়ুক হলা দিয়ুম কান মলা
কি বিয়া কইচ্ছে ইগা জমি বেচি হাঁচ বিঘা
বউরে কয় আইচ্ছা,বাসন আঁই ধুই আনি
তুই কাঁথা সিলাও সুঁই আনি
বউ কয় হাইতান্ন আঁই হাইতান্ন
সুঁইয়ের ভিতর হুতা ভইরতাম হাইতান্ন
শাশুড়ি কয় হিছা মার আঁর কোয়ালে
গরু ডাকে এর গোয়ালে
তারে যাই দাও ভূসি-খের
দুধ দোয়াই আনো সোয়া সের
বউ কয় হাইতান্ন আঁই হাইতান্ন
বেয়ান বেয়ান গোয়ালো যাই
গরুর গুঁতা খাইতান্ন
শাশুড়ি কয় ওমা তুঁই কিয়া হারো
যাও যাই চাইরগা চাইল ঝারো
নইলে যাও বাপের বাড়ি
আঁই একলাই কাম কইত্তাম হারি
বউ কয়, যাইতান্ন আঁই যাইতান্ন
আন্নেরে হুতেরে থুই কোনআনো যাইতান্ন
গেলে যাইয়ুম তারে লই
আমনে থাইক্কেন একলা বই
নইলে হইয়ুম জুদা
নিজে রান্দি নিজে খাইয়ুম
যখন লাইগবো ক্ষুধা//
পূনশ্চঃ শিরোনামে উল্লেখ করা হয়েছে, এটি একটি রম্য 'কবিতা'। শুধু মজা করার জন্যই লেখা। তাই কবিতাটি কেউ সিরিয়াসলি নিয়ে গোস্বা হলে সে দায় একান্তই তার নিজের।
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০২১ রাত ৮:২২