আমায় যদি একলা দেখো,
আনমনেতে ভাবতে দেখো,
একলা একাই হাসতে দেখো নদীর তীরে,
একলা ভালোবাসতে দেখো লোকের ভীড়ে।
তবে আমার নামে দু-এক ছত্র পদ্য লিখো,
শর্বরীতে আমার দেয়া আদর মেখো।
.
আমায় যদি একলা দেখো,
আনমনেতে ভাবতে দেখো,
একলা একা নাইতে দেখো বৃষ্টি হলে,
ইচ্ছে হলেই গাইতে দেখো কণ্ঠ খুলে।
তবে আমায় নিয়ে সুখের কোন স্বপ্ন দেখো,
হৃদমাঝারে একটুখানি আমায়ও রেখো।