থোকায় থোকায় আম ধরেছে গাঁয়ের বাড়ির ধারে
মাসুম খোকন লাঠি নিয়ে কাঁচা আম পাড়ে
কাসুন্দি আর লবন দিয়ে ভর্তা বানায় তারা
আমার মুখে জল এসেছে আমি দিশেহারা
বৈশাখ মাসের দারুন গরম ঘামে সারা গা
আম পাড়তে গিয়ে তার পিছলে গেল পা
না হয় পেলাম একটু ব্যাথা আম পেড়েছি যে
খাব এবার মজা করে আম সি বানিয়ে
এত গরম হায়রে হায় বাইরে যাওয়া দায়
মাটি ফেটে চৌচির হল গরম বয়ে ধায়
হায়রে গরম ছটফটিয়ে হাফ উঠেছে হায়
ঠান্ডা বরফ আমি এখন পাই যে কোথায় পাই