আগের পর্বের লিংকঃ Click This Link
সবকিছু ঠিকঠাক মিটে গিয়েছে কিন্তু আমার চিন্তা বা মনের খটকা যাই হোক সেটা কমাতে পারছিনা ৷ আগে তো কখনো সন্তানদের নিয়ে এমন কিছু ঘটেনি যা নিয়ে আমার এত খটকায় পড়তে হবে ৷
যদিও শাফিন আর শিরিনকে নিয়ে অনেকদিন খুব চিন্তায় ছিলাম কারণ যদি ওদের মধ্যে ওদের বাবার স্বভাব....... উফ আর ভাবতে পারছিনা আমি ৷
কিন্তু কখনো সন্দেহজনক কিছু দেখিনি ৷ অথচ গতকাল একটা শুভদিনে কলস ভেঙ্গে গেলো আবার শাফিনের জ্যামে সাত ঘন্টা আটকে পরা সব মিলিয়ে আমার মনকে কিছুতেই মানাতে পারছিনা ৷
নাহ আমি কি অযথাই ভাবছি? সাতঘন্টা জ্যাম তো কাকতালীয়ভাবে মিলতেই পারে ৷ কিন্তু না সাত ঘন্টাই কেনো??? উফফ আর ভালোলাগছেনা ৷ অনেক বছর আগে অনেক খারাপ পরিস্থিতি সহ্য করেছি আর পারবোনা ৷ আমার যে ভয়টা ছিলো সেটা যেনো সত্যি না হয় ৷
-- মা! মা!
-- নিধী কি হয়ছে মা? তোমার চোখমুখ এমন লাগছে কেনো??
-- মা আমাদের দারোয়ান মার্ডার হয়েছে!!
-- কিহ??????
আমার মাথাটা বনবন করে ঘুরছে ৷ এ কি শুনলাম? ভয়টা এ জন্য না যে সে মারা গেছে ভয়টা এটাই সে মার্ডার কেনো হলো? পরিবারে কেউ নেই কারো সাথেপাছে নেই ৷ ডিউটি করে আর নিচতলাতেই সিরিঘরের পাশে ঘুমায় এমন একজন মানুষের শত্রু থাকতে পারেনা থাকলেও মার্ডার করবে এমন শত্রু নিশ্চই নেই ৷
কাল থেকে কি হচ্ছে এসব??
শুনে যতটা ভয় পেয়েছিলাম দারোয়ানকে দেখে আমার পিলে চমকে গেলো ৷ মনে হচ্ছে অনেক বছর আগে হওয়া সেই পার্লারের বাচাল মহিলার লাশ দেখছি ৷ একই রকম করে মারা হয়েছে ৷ একই মানে একদম একই ৷ আমার ভয় আরো বেড়ে গেলো ৷ আমি তাড়াতাড়ী দারোয়ানের রুমে গেলাম রুমে যেতেই চোখে পড়লো সেই অভিশপ্ত গোলাপ "কালো গোলাপ"
আজ আর আমার ঘুম হবে না ৷ কিন্তু এসব কেনো হচ্ছে? এমন তো হবার কথা নয় ৷ সব মেনে নিলাম কিন্তু কালো গোলাপটা কখনোই কাকতালীয় হতে পারেনা ইম্পসিবল ৷ এই জিনিসের ব্যখ্যাটা একমাত্র আমিই হয়তো জানি এই পৃথিবীতে ৷ আর জানি বলেই আমার বুকের ভেতরের এই ভয় সরাতে পারছিনা ৷ কিন্তু কোন সূত্র ধরে কাকে খুজবো আমি? কাকে সন্দেহ করবো? শাফিনকে??? না না এটা হতে পারেনা ৷ আমার ছেলে এমনটা হতে পারেনা ৷ কিন্তু দারোয়ানকে মারলো অবশ্যই কিছু ঘটেছিলো কিন্তু সেটা কি??
নাহ চুপ থাকলে হবেনা আমার এর উত্তর খুঁজতেই হবে ৷ মাথা ঠান্ডা রাখো নাদিয়া তোমাকে পারতে হবে বহু বছর আগে পেরেছিলে তুমি তোমাকে পারতেই হবে ৷ হুম মনকে স্থির করে নিয়েছি ৷ আমি পারবো ৷ চুল পেকেছে তো কি হয়েছে? আমি সাহসী আছি হুহ ৷
মনে মনে হাসলাম ৷ এখন আমাকে সব পরিস্থিতি নিখুতভাবে খেয়াল রাখতে হবে ৷ আমার বাড়ীতেই সবকিছুর উত্তর আছে ৷ এখন বুঝতে পারছি শাফিনের সাত ঘন্টা জ্যাম আর শাকিলের সাত ঘন্টা জ্যামে আটকা পরায় হয়তো কোনো যোগসূত্র আছে ৷ আমাকে সাবধান থাকতে হবে ৷
আজ ১৫ দিন হলো শাফিনের বিয়ের সাথে আমার মেয়েটারো ৷
আজকে আমি সুযোগের অপেক্ষায় বসে আছি ৷ কারণ আমার মামী শ্বাশুড়ী বয়স্কা মহিলা সাথে কুসংস্কারচ্ছন্ন ৷ আমার বৌমা নিধি তাকে ভাত দেবার সময় হাত ফসকে গায়ে পরে যায় তার জন্যে নতুন বৌমাকে আচ্ছা ঝাড়ি মেরেছেন সে ৷ আমি পাশের ঘর থেকে সব দেখেও ঘুমের ভান করে ছিলাম ৷ কারণ আমি চাই উনি বকুক তাহলেই আমি বুঝতে পারবো শাফিন আসলেই তারা বাবার মতো....... নাহ ভাবতে পারছিনা ওপরওয়ালার কাছে একটাই চাওয়া এটা যেনো না হয় ৷ কিন্তু আমাকে তো কোন একটা সুত্র ধরে এগোতে হবে ৷ তাই এটাই প্রথম প্রচেষ্টা ৷
মামী শ্বাশুড়ীকে হাতছাড়া করছিনা কিছুতেই ৷ উনি বাথরুমে গেলেও আমি বহিরে দাড়িয়ে থাকছি ৷ টানা তিনদিন হয়ে গেলো কিন্তু কিছুই হলোনা ওনার ৷ যদিও হতে চাইলেও হতে দিতামনা শুধু সত্যটা জানার জন্য এই রিস্ক নেয়া ৷ নাহ তিনি চলেও গেলেন কিন্তু কোন সমস্যা হয়নি তার ৷ তাহলে কি ভুল ভাবছি আমি? কিন্তু কালো গোলাপটা??? সব তালগোল পাকিয়ে যাচ্ছে ৷
মানুষ এতো নিচু মনের কি করে হয়? আজ বাল্যবন্ধু সুমনার সাথে দেখা ৷ ছেলে মেয়ে বিয়ে দিলাম সে কিনা আমাকে বলে এখন বিয়ে করতে ৷ সহসটা দেখে অবাক হলাম৷ বললোই বা কোন রুচীতে কথাটা? যত্তসব !!!
শিরিনের সাথে আজ কথা হলো অনেক্ষন ৷ সবাই নাকি ওকে অনেক আদর করে যাক ভালই হয়েছে ৷ ছোট মেয়েটা আমার সুখে থাকলেই আর কি চাই?
ফোন বেজে উঠলো,
রিসিভ করতেই আমি আকাশ থেকে পড়লাম সুমনার মৃত্যু সংবাদে ৷ কাল মেয়েটার সাথে কথা হলো আর আজ!!!
সুমনাকে শেষ দেখা দেখতে এসে দেখলাম অন্য কিছু ৷ হ্যাঁ গোলাপ সেই কালো গোলাপ!!!
শাফিন হতে পারেনা তাহলে ওর বউয়ের অপমানে সেদিন ও চুপ থাকতো না ৷ তাহলে কে????
শাকিল কি ফিরে এসেছে তবে??????
চলবে....
পরের পর্বের লিংকঃ Click This Link
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৫৩