বলতে দিধা নেই, আমাদের এ স্বার্থপর জীবনে মা’কে আমরা অবিচ্ছেদ্য করে রাখিনি। সময়ের প্রয়োজনে দুর্দান্ত ছুটে চলা আমাদের ব্যস্ত জীবনে মা শব্দটা বড্ড সেকেলে।
” মা, বাদ দেওতো,
মা, তুমি যে কি বলোনা,
মা, তুমি কিছু বোঝনা,
মা, তুমি এসব বুঝবে না……..”
এমন হাজারো বিরক্তি শুধু মা’র প্রতি।
ভোরের সুর্যটার সুন্দর দেখতে পেয়ে প্রেমিক অথবা বন্ধুকে বলি- “দেখ কি সুন্দর সকাল”।
অথচ রান্না ঘরে গিয়ে মার হাতটা ধরে টেনে এনে বারান্দায় দাড় করিয়ে তার হাতে অথবা কাধে হাত রেখে আংগুল উচিয়ে সে কুয়াশা ভেজা সুন্দরটা মা’কে দেখাতে বড় লজ্জা-কষ্ট আর আলসেমি লাগে।
সার্থপর এ পৃথিবীতে তথাকথিত ভালোবাসার জন্য আমরা প্রতিনিয়ত নিজেকে ব্যাবচ্ছেদ করি, মেরে ফেলি, কষ্ট দেই, ডুবি-ভাসি, অথচ—
অথচ, মায়ের ভালোবাসা পেতে চাইলে কিচ্ছু লাগেনা শুধু ভালোবাসা ছাড়া।
মোদ্দা কথা হলো- আমরা আমাদের মনের ভেতর থেকে মরে গেছি অনেক আগেই। তাই প্রতি মুহুর্তে আমাদেরকে আমরা মারি সহজেই। অথচ, মেরে ফেলার চাইতে সতেজ সুন্দর ভাবে নিজেকে বাচিয়ে রাখা খুব কঠিন। টগবগে হৃদপিন্ড নিয়ে বেচে থাকা আসলেই খুব কঠিন।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫১