সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার যার অশেষ কৃপায় এখনো শ্বাস প্রশ্বাস চলমান। সহব্লগার বৃন্দ আন্তরিক ভালোবাসা ও বিনম্র শ্রদ্ধা জানবেন। আপনাদের ভালোবাসায় আজ আমিও সেফ হলাম। এখন থেকে আমার লেখাও প্রথম পাতায় আসবে। অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই মডু বৃন্দকে। সেফ হওয়ার আনন্দে কি করব বুঝতে পারছি না। কি ভাবে লিখলে কৃতজ্ঞতা প্রকাশিত হয় এই মুহূর্তে বুঝানোর ক্ষমতা হারিয়ে ফেলেছি। তারপরও যাদের ভালোবাসায় আজ আমি সিক্ত তাদের নাম গুলো স্মরণ করতে চাই। তার আগে সবাই মিষ্টি মুখ করে নিন।
প্রথমেই বলতে হয় রাকু হাসান ও পদাতিক চৌধুরী ভাইয়ের কথা দুই ভাইয়া সব সময়ই আমার পাশে ছিলেন। যাদের ভালোবাসা সীমাহীন। সব সময় অনুপ্রেরণা যুগিয়েছেন। আমাকে কখনও হতাশ হতে দেননি। আমার সেফ হওয়ার পেছনে রাকু ভাইয়ের বিশেষ অবদান আছে। অনেক অনেক ভালোবাসা রইল ভাইয়ের জন্য।
ঋতো আহমেদ ও বাকপ্রবাস ভাই আমার ভুল গুলো ধরিয়ে দিতেন। ভুল ধরার পিছনে পদাতিক ভাইয়েরও বিশেষ অবদান আছে। যারা ভুল ধরিয়ে দেয় তাদের প্রতি আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞ।
এছাড়াও যাদের অনুপ্রেরণামূলক মন্তব্যে আমার লেখা সার্থকতা খুজে পেত তাদের নাম আমি বিনম্র শ্রদ্ধা ও আন্তরিকতার সহিত স্মরণ করছি।
রাজীব নূর ভাই, সেলিম আনোয়ার ভাই, চাঁদ গাজী দাদু, সনেট কবি, লাবণ্য 2, উদাসী স্বপ্ন, নীলআকা৩৯, কাইকর, কথার ফুল ঝুড়ি!, স্রাজ্ঞি সে, ভ্রমরের ডানা, উম্মে সায়মা আপু, স্বপ্নবাজ সৌরভ, আখেনাটেন, জুনায়েদ বি রহমান, মো: মাইদুল সরকার, মো: নিজাম গাজী, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, কাওসার চৌধুরী, ল, সাইন বোর্ড, সুচরিতা সেন, শামচুল হক, শাহরিয়ার কবির, নীলপরি, রোকনুজ্জামান খান, সামিয়া আক্তার শেহা, পবিত্র হোসাইন, আব্দুল্লাহ আল মামুন আরও অনেকে। যারা মন্তব্য না করে ভিজিট করেছেন ও আমার লেখা পড়েছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই। সত্যি কথা বলতে যে লেখায় কোন ইতি বাচক বা নেতি বাচক মন্তব্য থাকেনা সে লেখা একেবারেই মূল্যহীন। তাই যে লেখাটি পড়বেন ইতি বাচক বা নেতি বাচক মন্তব্য করার চেষ্টা করবেন।
ব্লগের আরো যাদের সাথে এখনো পরিচয় হয়নি তারা প্রস্তুত থাকুন এক কাপ গরম গরম গ্রীন টি নিয়ে। আগে অবশ্য লাল চা খেতাম! যেহেতু সামু একটি লেখার মুক্ত মঞ্চ সুতরাং এখানে মতামত ও লেখার ভিন্নতা থাকবেই। তাই বলে চা খাওয়াবেননা তা হবেনা।
পরিশেষে সকলের আশীর্বাদ চাই।
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৪