অভিমানী তুমি আমি সব ভুলে এক হলাম,
কেউ ভাবেনি তুমি আমি পুরনো যুগোল ছিলাম-
যেন এক জোড়া কপোত কপোতী হানিমুনে এসেছে
অতিথিরা ভেবেছে হয়তো- নব দম্পতি এরা,
ভালোবাসার রঙ্গিন উন্মাদনায় মেতেছে।
পুনর্মিলন শেষে বিদায়ের ঘনঘটা ঘন্টা নাড়ে,
বুকটা ফেটে চৌচির হয়ে যায়- দেবনা তোমায় দেবনা যেতে!
সখি মোরে জাপটে ধরে কান্নায় ঢলে পড়ে,
সান্ত্বনার এক পশলা বৃষ্টি বিসর্জন দিয়ে বলি তারে-
আমি হারিয়ে যাবনা এইবার রব তোমারই পাশে।
কিন্তু বেলা শেষে কি হল! সেই তিক্ততায় নেমে এলো-
যখন দূরে চলে যাই ভুলে যাও আমাদের মিলন মেলা।
পুরনো দ্বন্দ কলাহোল নিয়ে অবিরাম কর খেলা।
কিসের অভাব তোমার- অপূর্ণতা কোথায়,
আমিও পাইনি খুঁজে, তাই এবার চির বিদায়!
আর হয়তো হবেনা দেখা তোমার আমার,
গত হয়ে গেল ভালোবাসার সন্ধিক্ষণ আবার-
হৃদয় নিংড়ানো জমানো ভালোবাসা ঢেলে দিয়ে
শূন্য আমরা, দ্বিধাগ্রস্ত পুরনো স্মৃতির তিক্ততা নিয়ে।
শেষ হয়ে গেল সব, থাকলো না আর কোন অস্তিত্ব,
হয়তো বিধাতাই চান না আমাদের পুনর্মিলন!
তাই এত দ্বিধা-দ্বন্দ-বাঁধা শত এবং অসীম দূরত্ব।
ছবি: রাজশাহী পদ্মা গার্ডেন ও পদ্মা নদীর দৃশ্য।
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৫