হৃদয়েশ্বরী ঋতূ
আগে যেমনটা দেখেছ
আমি এখনো তেমনটাই ভিতু,
সাদাসিধে আর ভিষন লাজুক।
ভালবেসে সংগোপনে, নিরর্থক-
সংশয়ের জাল বুনেছিলে মনে।
শত-সহস্র লাঞ্ছনা বঞ্চনা নিভৃতে,
লুকায়িত সঞ্চিত কণ্টক কিনারে।
তোমার ধারনা হয়তো আমি ধূর্ত-
ক্ষুধার্ত, বহু কামনা আমার কাম্য,
আসলেই কি এসব সহজাত সহজলভ্য!
না কি-- আমি নির্লজ্জ-- বুঝাতে ব্যর্থ।।
ক্ষণে ক্ষণে অতৃপ্ত আত্মা অদৃষ্টের খুঁজে,
অসংলগ্ন মরীচিকার পিছু পিছু ছুটে।।
যেদিকেই চাই-- হায়-- কেউ নেই কেউ নেই!
তোমারই প্রতিচ্ছবি অন্যের মাঝে প্রজ্বলিত-
তোমার সাজে আমারই হিয়ার গহীনে খুজে পাই।
ঋতূ-- এখনো কি সংশয়! ভয় নাই-- ভয় নাই,
কোন অবলারেই বক্ষ কোনে দেইনি ঠাঁই।।
দ্বিধা আর ঘৃণার ভাড়াটে দুর্বৃত্তরা হায়--
দিনে রাতে আমায় কুরে কুরে খায়।
মিছরির ছুরি দিয়ে আঘাত হানে সন্তর্পণে--
কেউ দেখে না লালিত দাগের ক্ষত- অন্তরে।।
উৎসর্গ- ঋতু (যদিও এই নামে আমি তাকে কখনোই ডাকিনি)
০৭.০৮.২০১৮
রাত ১০:৩০
গাজীপুর-১৭০৩
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৮