আজ ভোর বেলায়
পাখিদের কুজনে,
পুলকিত হিয়া আনমনে
কল্পনার গগনে স্মৃতি কুড়ে,
আল্পনায় খচিত তরী বেয়ে
কুহু কুহু রবে বলে গেল,
তাহারেই পড়ে মনে।।
মাছরাঙ্গা আর কোকিলের গানে
প্রকৃতি যেন ফিরে পেল নতুন প্রাণ।
হিয়ার মাঝে বাজিতে লাগিল,
আনমনে পিছু ফেরার টান।।
তখনও হিয়া গাহিতেছিল কল্পনার গান,
খানিক সময় বাদে মনে হল,
দোয়েলের শীষে যন্ত্রনার বান!
কল্পনার প্রায় অবসান-
টুনাটুনি টুনটুন করে বলে গেল,
ফিরিস নারে ফিরিসনা !
এ যে পিছু ফেরার টান।।
২১.০৭.২০১৮
ভোর- ০৫:০৩:০০
মীর্জাপুর, গাজীপুর-১৭০৩
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৪