অতি উত্তুঙ্গে স্ফীতাকার একটা দিন- প্রবল;
তবে সময়টাকে দীর্ঘায়িত করে দেওয়া যায়-
আমি জানিও না, চূড়া থেকে সময় কিভাবে গড়িয়ে পড়ে বালু হয়ে,
বাতাসে ফুটে আছে কিছু কাঁচফুল
আর ধ্বংসের ঘ্রাণ-
যেদিন তোমার সাথে প্রথম দেখা হলো-
সেই থেকে ওয়াইনের পেয়ালাটা পড়ছে তো পড়ছেই আমার হাত থেকে, স্লো
মো
শ
নে,
যেন মেঝেতে পৌছাতে বাকি আরও কয়েক যুগ;
অথচ, স্পর্শের পূর্বেই কাঁচগুলো ভেঙে যাচ্ছে বিরামহীন।