মনের ভেতর একটা সমুদ্র আছে,
তোমাকে তার মাঝে তলিয়ে যেতে দেখি,
রাগ করবে- যদি আসি পিছুপিছু?
চুলগুলো খোলা রেখে, তুমি তলিয়ে যাচ্ছো
রহস্যময়ী,
আমি দূর থেকেও তোমার চুলের ঘ্রান পাই,
মিষ্টি;
তোমার খোলা চুল একবার ছুঁতে চাই,
আর
তুমি কি না তলিয়ে যাচ্ছো।
আমি সমুদ্র নীলের মাঝে
দেখি সাদা, স্বচ্ছ জামার এক অপ্সরী-
তুমি তলিয়ে যাচ্ছো;
খুঁজি তোমার মুখ,
একবার কি তাকাবে পেছনে? দেখতে ইচ্ছা করছে খুব।
তাকিয়েছো, নাকি তলিয়ে গেছো
মনে নেই,
শুধু মনে আছে
আমিও এসেছিলাম, তোমার পিছুপিছু
আর,
হঠাৎ করেই সমুদ্র হয়ে গেলো
অন্ধকার একটা রাত,
নিকষ কালো;
কল্পনাতে দেখেছি-
আমি আর তুমি নির্জনে,
একটা সমুদ্র পাড়ে দাড়িয়ে আছি,
শোনা যাচ্ছে ঢেউ এর শব্দ,
সমুদ্র গর্জন;
আমরা দুজনে তবু খুব কাছাকাছি,
দুজন দুজনাকে জড়িয়ে ধরে আছি।