পৌরানিক ঘটনা বা কাহিনীর জন্য যে জাতি বিখ্যাত ,তা হল গ্রীক জাতি । গ্রীকদের সম্পর্কে জ্ঞানার্জনের অন্যতম উপায় হল তাদের এসব পৌরাণিক কাহিনী সম্পর্কে জানা । গ্রীক পুরানে প্রাপ্ত কাহিনীগুলো প্রথমদিকে লোকমুখে শ্রুতির মাধ্যমেই বিস্তার লাভ করে , পরবর্তীতে লিপিবদ্ধ করা হয় । এসব কাহিনীতে প্রাপ্ত
অনেক চরিত্র কাল্পনিক হলেও তা থেকে প্রাক্তন গ্রীক রীতিনীতি বা জীবনধারা সম্পর্কে বেশ ভালো রকম ধারনা পাওয়া যায় । এসব পৌরাণিক কাহিনীর মধ্যে অন্যতম একটি পুরান হল হেরাক্লেস সম্বন্ধীয় পুরান ।
হেরাক্লেস
পৌরাণিক কাহিনী অনুসারে হেরাক্লেস ছিল এক গ্রীক মহাবীর । হেরাক্লেসের আরেক নাম হারকিউলিস , বস্তুত হেরাক্লেস থেকে হারকুলেস , আর হারকুলেস থেকে হারকিউলিস নামের উদ্ভব ঘটে।
হেরাক্লেস এর পিতা জিউস , মাতা আল্কমেনি ।আল্কমেনি ছিলেন আম্ফিত্রায়ন এর স্ত্রী । সেই হিসেবে আম্ফিত্রায়ন ছিলেন হেরাক্লাসের পালক পিতা । ইফিক্লেস ছিল আল্কমেনি এবং আম্ফত্রায়নের প্রকৃত ছেলে , এবং হেরাক্লেসের ভাই , যেহেতু তাদের মাতা অভিন্ন কিন্তু পিতা ভিন্ন ।
হেরাক্লেস ছিল গ্রীক পুরানের সবচেয়ে শৌর্যবীর্য সম্পন্ন মহাবীর ।
অচিন্তনীয় শক্তি ,সাহস আর পুরুষত্বে ভরপুর ছিল এই গ্রীক নায়ক । কথিত আছে , হেরাক্লেস শিশু অবস্থায় খালি হাতেই বিষধর সাপ মেরে ফেলেছিল গলা টিপে ধরে ।
পুরানে বর্ণিত আছে , গ্রীসের এক উপত্যকা ,নেমিয়া তে এক বিরাটাকার সিংহের উপদ্রব ছিল । সিংহ টি মানুষ ,পশু , নির্বিশেষে সকলের উপরই আক্রমন করতো । পশুটি ছিল ভয়ঙ্কর কারন তাকে মারা ছিল দুঃসাধ্য । পশুটির গায়ের চামড়া এতটাই পুরু ছিল যে ব্রোঞ্জ তীর তার গায়ের চামড়া থেকে ছিটকে যেত । হেরাক্লেস তাকে মারার জন্য ওক গাছের কাঠ থেকে বিশাল বড় একটা লগুর তৈরি করল ।লগুড়টা এতোটাই ভারী ছিল যে ২০ জন শক্তিশালী মানুষও ওটাকে তুলতে পারে নি । হেরাক্লেস লগুড়টাকে নিয়ে একাই সিংহ এর গুহায় ঢুকল । সিংহ তাকে প্রথমে আক্রমন করলেও লগুড়ের আঘাতে পরক্ষনেই পরাস্ত হল । অবশেষে হেরাক্লেস সিংহ টিকে গলা টিপে হত্যা করে ।
হেরাক্লেসের বীরত্ব এর আরেক কাহিনী হল হাইড্রা বধ । হাইড্রা ছিল এক লারনিয়া নামের এক জলাশয়ের দানব , যা অনেক অনিষ্ট করতো মানুষের । অনেক পশুপাখির পাল খেয়ে ফেলত চোখের নিমিষেই। মুলত এটি ছিল একটি সাপ ,যার মাথা ছিল ৯ টি । এর মধ্যে ৮ টি মাথা ছিল মরণশীল ,একটি অমর । তার শরীর ছিল চকচকে আইশে পরিপূর্ণ । হেরাক্লেস একদিন হাইড্রার সাথে যুদ্ধে অবতীর্ণ হল । কিন্তু সে আবিস্কার করল একটা মাথা কেটে ফেললে ওই জায়গা থেকে নতুন ২ টি মাথা জন্মাচ্ছে । অবশেষে হেরাক্লেস লোলাউসের সহযোগিতায় সাপের মাথা কেটে সেই কাটা অংশ পুড়িয়ে দিলেন । ফলে ,আর কোন নতুন মাথা জন্মাতে পারল না ।
যখন সব মাথাগুলিই নষ্ট হল ,শুধুমাত্র অমর মাথাটি বাকি থাকল , তখন হেরাক্লেস হাইড্রাকে পাতালে গেঁথে ফেলল , এবং হাইড্রার শরীরের ভয়ঙ্কর বিষ নিজের তীরে মাখিয়ে হাইড্রা কে বধ করল ।
সম্রাট আভগিয়াসের পাঁচ হাজার ষাঁড় ছিল । কিন্তু তার আস্তাবল ৩০ বছর ধরেই নোংরা ছিল । আভগিয়াস হেরাক্লেস কে একদিনেই আস্তাবল পরিস্কারের দায়িত্ব দেন । সেদিন আভগিয়াসের সাথে তার অতিথিদের ভোজ চলছিলো । হেরাক্লেস তখন পার্শ্ববর্তী ২ টি নদী আলফিয়াস ও পেনিয়াসে বাধ দিয়ে পানির গতিবেগ রুদ্ধ করে । এবং ওই পানিকে আস্তাবলের উপর থেকে চালনা করে একদিনেই আস্তাবল পরিষ্কার করে ।
এবার সোনার আপেলের গল্প । সোনার আপেলের খোঁজে হেরাক্লেস অনেক বিশাল পথ পাড়ি দিয়েছিলো । গ্রীস থেকে অনেক দূরে , হেস্পিরিডিস নামক এক জায়গায় ছিল সোনার আপেল ।
হেরাক্লেস লিবিয়া ,ইজিপ্ট , ইথিওপিয়া , এশিয়া অতিক্রম করে অ্যাটলাস পর্বতে পৌছায় । যাত্রা পথে হেরাক্লেসের দেখা হয় প্রমিথিউস এর সাথে । প্রমিথিউস তাকে আরেক মহাবীর আতলান্ত্যস এর সাথে দেখা করতে বলে ।তার জন্যই অ্যাটলাস পর্বতে পৌঁছল হেরাক্লেস । সেখানে গ্রীকরা মনে করতো ,আকাশ মাটিতে গিয়ে মিশেছে এবং আতলান্ত্যস নিজেই পৃথিবীর উপর অর্ধবৃত্তাকার মহাকাশ ধরে রেখেছে । এই বীরের নামানুসারেই পরবর্তীতে আটলান্টিক মহাসাগরের নামকরন হয় । হেরাক্লেস প্রমিথিউসের কথানুসারে আতলান্ত্যস কে সোনার আপেল পেড়ে আনার জন্য পাঠাল । হেরাক্লেস কে দেবার জন্য আতলান্ত্যস যখন আপেল পাড়তে গিয়েছিল তখন হেরাক্লেস কেই নিজের কাধে আকাশ ধরে রাখতে হয়েছিল ।প্রচণ্ড ভারের ফলে যদিও তার পা ,হাঁটু পর্যন্ত ডেবে যায় , তবুও আতলান্ত্যস ফেরত না আসা পর্যন্ত হেরাক্লেস আকাশ কাধে নিয়েই অপেক্ষা করছিল ।
হেরাক্লেস কে নিয়ে আরও অনেক পুরান কাহিনী আছে । এই মহাবীরকে গ্রীকগণ অনেক সম্মান করতো । দেবদেবীরাও হেরাক্লেস কে নিয়ে অনেক গর্ববোধ করত ।
ছবি ও তথ্য : ইন্টারনেট ।
Click This Link
Click This Link
Click This Link